ফুয়াদরা গাইলেন সচেতনতার গান
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সচেতন করতে দলবেঁধে গাইলেন ফুয়াদ আল মুক্তাদিরসহ এক দল তরুণ শিল্পী। এবিসি রেডিও এফএম ৮৯.৬-এর উদ্যোগে সম্প্রতি ‘জয় হবে’ শিরোনামে প্রকাশিত হয়েছে গানটি। করোনাভাইরাস মোকাবেলায় সচেতন করা ও সম্মুখসারির যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গানটি নিবেদন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাসের ইউএসএআইডি।
‘জয় হবে’ গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন জোহাদ, এলিটা, জেফার, রাফা, তাশফিয়া, পালবাশা, এমিল ও ইসা। যৌথভাবে গানটি লিখেছে শাহান কবন্ধ, ফুয়াদ ও ফারুক। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সম্মুখসারির করোনাযোদ্ধাদারা। এ ভাইরাসের সংক্রমণ রোধে জনসাধারণকে বাড়িতে অবস্থান করা ও সম্মুখযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গানটি প্রকাশে অর্থায়ণ করেছে ইউএসএআইডি।
এ গান প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, ‘আমাদের পরিবারকে ভালো রাখতে ও প্রয়োজনীয় সেবা দিতে স্বাস্থ্যকর্মী, পুলিশ, কাস্টমস কর্মকর্তা, সাংবাদিক, মুদি দোকানি, ওষুধ বিক্রেতা ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা সেবামূলক কাজ করে যাচ্ছেন। তারাই প্রকৃত বীর। তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আমাদের এই নিবেদন।’
করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শিল্পীরা নিজেরাই ঘরে বসে গানটির ভিডিও ধারণ করেছেন। ইউএসএআইডির সামাজিক যোগাযোগমাধ্যম, এবিসি রেডিও ও প্রথম আলোর ফেসবুক পেজে গানটির ভিডিও দেখা যাবে।