নিজের ঘরানার গান গাইলেন পারভেজ

গানের ‘দুনিয়াটা মিথ্যে মায়ার বাড়ি, একদিন হইব রে ছাড়াছাড়ি’ কথাগুলো স্পর্শ করেছে শ্রোতাদের। এ গান প্রসঙ্গে পারভেজ বলেন, ‘আমি যে ধরনের গান গাইতে পছন্দ করি, এটি সে রকম। আমার জন্য সুন্দর একটি গান তৈরি করে দেওয়ায় গীতিকার ও সুরকারের প্রতি আমি কৃতজ্ঞ।

পারভেজ সাজ্জাদসংগৃহীত

‘ছাড়াছাড়ি’ শিরোনামে নতুন একটি গান করেছেন শিল্পী পারভেজ সাজ্জাদ। সংগীতচিত্রসহ সম্প্রতি রুশদা ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। মিজানুর রহমানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি।

গানের ‘দুনিয়াটা মিথ্যে মায়ার বাড়ি, একদিন হইব রে ছাড়াছাড়ি’ কথাগুলো স্পর্শ করেছে শ্রোতাদের। এ গান প্রসঙ্গে পারভেজ বলেন, ‘আমি যে ধরনের গান গাইতে পছন্দ করি, এটি সে রকম। আমার জন্য সুন্দর একটি গান তৈরি করে দেওয়ায় গীতিকার ও সুরকারের প্রতি আমি কৃতজ্ঞ। এটি একটি সেমিক্ল্যাসিক ফোক গান। আশা করছি, দর্শক-শ্রোতা গানটি পছন্দ করবেন।’

‘ছাড়াছাড়ি’ সংগীতচিত্রটি পরিচালনা করেছেন মিজানুর রহমান। গানের কথার সঙ্গে মিলিয়ে একটি গল্পকে চিত্রায়ণ করা হয়েছে সংগীতচিত্রে। এতে অভিনয় করেছেন মঈন খান, আইরিন আফরোজ, শিল্পী সরকার, ফারুক আহমেদ, শামীম ও সিয়াম নাছির।

সুফি ঘরানার গান গেয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন পারভেজ। করোনাকালেও নতুন গান প্রকাশ করেছেন এই শিল্পী।