নিজেই নিজের প্রযোজক হবেন মাহতিম শাকিব

২০১৮ সালের মে মাসে হঠাৎ এক তরুণকণ্ঠে ভাইরাল হলো ‘এই মন তোমাকে দিলাম’। নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন মাহতিম শাকিব রহমান। এ গানের পর তাঁকে অন্যভাবে গ্রহণ করেন বাংলা গানের ভক্ত–শ্রোতা ও নেটিজেনরা। মাহতিম শাকিবও ফেসবুক–ইউটিউবে হয়ে যান তারকা। তাঁর জন্য গান করতে আগ্রহী হয়ে ওঠেন অনেক সংগীত প্রযোজক। কিন্তু মহামারিতে সংগীতাঙ্গন কিছুটা সংকটের মুখে। নিজের গানের প্রযোজনা এখন নিজেই করছেন মাহতিম শাকিব।

মাহতিম শাকিব। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়েছেন শাকিব। ২০১০ সালে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় হন প্রথম রানারআপ। তারপর যখন যে গান ভালো লেগেছে, কভার করেছেন। একের পর এক গান কভার করার পর গাইতে শুরু করেন নাটকের গান। ৫০টির বেশি নাটকে গান করেছেন। তাঁর ‘বুকের বাঁ পাশে’, ‘না থাকাজুড়ে’, ‘রাগ করে থাকা যায় না’ গানগুলো শ্রোতাপ্রিয় হয়েছে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি মৌলিক গান—‘নীল খাম’, ‘শুধু ভালোবাসি’। ৮ লাখ ৫৬ হাজার অনুসারী ইউটিউবে তাঁর গানের অপেক্ষায় থাকেন।

মাহতিম শাকিব
সংগৃহীত

সংগীতচিত্রের জন্য শুটিং লোকেশন খুঁজতে গিয়ে শাকিব বললেন, ‘সংগীতাঙ্গনের অবস্থা এখন ততটা ভালো নয়। আমার গান আমাকেই করতে হচ্ছে। গান করে এত দিন যে আয় হয়েছে, সেসবই ভিডিওর পেছনে ব্যয় করব। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আবারও পেশাদার প্রযোজকেরা আগ্রহ দেখাবে।’

মাহতিম শাকিব। ছবি: সংগৃহীত

গান নিয়ে পড়াশোনা করতে চান মাহতিম। গানকেই করতে চান জীবিকা। তিনি মনে করেন, বাংলাদেশে এখনো সেটা পুরোপুরি সম্ভব নয়, তবে একদিন হয়তো হবে। এখন নিজের চ্যানেলের জন্য গান বানাতে ব্যস্ত তিনি, নিচ্ছেন নতুন সব গানের প্রস্তুতি। তিনি বলেন, ‘সামনের মাস থেকে একটা করে নতুন গান পোস্ট করব আমার ইউটিউব চ্যানেলে।’