দেবদাসে শুরু, প্রথম ছবিতেই বাজিমাত তাঁর
তাঁর জীবনের প্রথম প্লেব্যাক ছিল লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান। ছোট থেকে সংগীতচর্চাই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। বর্তমানে বলিউডের অন্যতম সেরা সংগীতশিল্পীদের তালিকায় নাম রয়েছে এই বাঙালি নারীর, তিনি শ্রেয়া ঘোষাল। আজ তাঁর জন্মদিন।
শ্রেয়া মাত্র ১৬ বছর বয়সে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে বিজয়ী হন। ২০০২ সালে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত জনপ্রিয় ছবি ‘দেবদাস’-এ প্রথমবারের মতো প্লেব্যাক করেন তিনি। এরই মধ্যে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা রয়েছে তাঁর নিজ ঝুলিতে। শ্রেয়া ঘোষাল হলেন একজন ভারতীয় বাঙালি সংগীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলেগু, উড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন। তাঁর সুরেলা কণ্ঠের জন্য তিনি বহুবার বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। আজ, ১২ মার্চ তাঁর জন্মদিনে এই শিল্পীর সম্পর্কে কিছু অজানা ও আকর্ষণীয় তথ্য জেনে নেওয়া যাক। ছবি সৌজন্যে - শ্রেয়া ঘোষালের ফেসবুক।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১