মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’ চলচ্চিত্রের টাইটেল গানে কণ্ঠ দিলেন বেলাল খান। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীত করেছেন জে কে মজলিশ। এই সংগীত পরিচালকের উত্তরার স্টুডিওতে সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে।
গানটিতে বেলাল খানের সহশিল্পী যুক্তরাষ্ট্রপ্রবাসী সায়রা রেজা। গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘অনেক দিন পর চলচ্চিত্রের জন্য দারুণ একটি গান গেয়ে আমি তৃপ্ত। মানিক ভাইয়ের ছবির টাইটেল ট্র্যাক “যাও পাখি বলো তারে” কিছুটা লোকজ ঘরানার বাণী ও সুরের সমন্বয়ে তৈরি হয়েছে। এই গানে প্রেমিক-প্রেমিকার না পাওয়ার আর্তি ফুটে উঠেছে। শ্রোতাদের মনে গানটি জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস।’
‘পাগল তোর জন্য রে’ গানটি দিয়ে আলোচনায় আসেন বেলাল খান। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি নিয়মিতই নতুন নতুন গান করছেন। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে তাঁর ‘শূন্য হৃদয়’ নামে নতুন একটি গান।
এক যুগ আগে সুরকার হিসেবে বেলাল খানের সংগীতজীবনের শুরু। শুরুর দিকে মনির খান ও বেবী নাজনীনের একক অ্যালবামের দুটি করে গান সুর করেন। ‘পাগল তোর জন্য রে’ গানটি দিয়ে ২০১১ সালে ব্যাপক পরিচিতি পান। ২০১২ সালে বেলাল খানের প্রথম একক ‘আলাপন’ প্রকাশিত হয়। তিনি দুই ডজনের বেশি চলচ্চিত্রের গানে সুরকার হিসেবে কাজ করেছেন। তাঁর সুরে গানে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আলম আরা মিনু, মনির খান, কনা, কোনাল, ইমরান, লিজা, পড়শী; ভারতের রূপরেখা ব্যানার্জি, অনুপম রায়সহ অনেকে।