কলকাতার ঋদ্ধি–দেবজিতের সঙ্গে ঢাকার ফেরদৌসী-রামেন্দু

দীর্ঘদিন ধরে পঞ্চকবির গান নিয়ে কাজ করছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে তাঁর নামই হয়ে গেছে পঞ্চকবির কন্যা। মহামারির কারণে স্টেজ শো বন্ধ, অনলাইনেই তাই এখন বেশি সরব ঋদ্ধি। এবার তিনি আয়োজন করলেন পঞ্চকবির গানের উৎসব ‘আশ্রয়।’ ঋদ্ধির এ অনুষ্ঠানে আরও থাকবেন তাঁর স্বামী মঞ্চগানের শিল্পী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদার।

ফেরদৌসী আড্ডায় বসবেন দেবজিতের সঙ্গে এবং রামেন্দু আড্ডায় বসবেন ঋদ্ধির সঙ্গে

ঋদ্ধি ইতিমধ্যে শ্রোতাদের উপহার দিয়েছেন ৩০টির বেশি অ্যালবাম। ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে তাঁর শ্রোতাগোষ্ঠী। গানের পাশাপাশি অনেক দিন ধরে যৌনকর্মীর সন্তানদের গান শিখিয়ে আসছেন। মহামারিতে স্বল্প আয়ের দুর্গত মানুষের দিকেও বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। ঘরবন্দী মানুষের মানসিক অবসাদ দূর করতে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক আকাদেমির মাধ্যমে কাজ করে যাচ্ছেন।

আশ্রয় অনুষ্ঠানটি প্রসঙ্গে বলেন, ‘জীবন আশ্রয়নির্ভর। মায়ের কোলে সন্তান যে প্রশান্তি পায়, বয়সের স্তরে স্তরে সেই প্রশান্তি দেয় সংগীত। বাঙালির জীবনে যাঁদের গান আশ্রয় হয়ে আছে, তাঁরা হলেন পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়। তাঁদের গান নিয়েই আমাদের এ আয়োজন।’

ফেরদৌসী মজুমদার। ছবি: জিনাত শারমিন

ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ২৫ ও ২৭ জুন ‘আশ্রয়’ দেখা যাবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। দেবজিৎ-ঋদ্ধি, ফেরদৌসী-রামেন্দু ছাড়াও এতে অংশ নেবেন বাচিকশিল্পী চারুলতা এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের শিক্ষার্থীরা।