‘এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট, তারা বড়দের ভয় পায় না’
পূর্ণোদ্যমে কনসার্ট শুরু করেছে আভাস। নতুন দল, নতুন গান নিয়ে অন্য রকম সময় কাটাচ্ছেন দলের ভোকাল তানজির তুহিন। আজ রোববার ব্যান্ড তারকা হাসানের সঙ্গে ফেসবুকে একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তুহিন। জানালেন, গানের কাজেই বেশ কিছু সময় একত্রে কাটানোর সুযোগ পেয়েছেন জ্যেষ্ঠ এই শিল্পীর সঙ্গে।
তুহিন জানান, হাসানের সঙ্গে একই এলাকায় বড় হয়েছেন তিনি। কিন্তু সেই অর্থে দেখা–সাক্ষাৎ হতো না তাঁদের। কেবল দূর থেকে হাসানকে অনুসরণ করতেন তিনি। সংগীতচর্চা শুরুও করেছেন হাসানের অনেক পরে। তুহিন বলেন, ‘হাসান ভাই ও আমি একই এলাকায় থাকতাম। তবে দূরত্ব রেখে তাঁকে ফলো করতাম, গান শুনতাম। তাঁর সান্নিধ্য পেয়েছি অনেক পরে। কৈশোর–তারুণ্যে কিন্তু আমি তাঁকে ভয় পেতাম, সমীহ করতাম বলেই একরকম দূরে অবস্থান করতাম। এটা অবশ্য আমাদের পারিবারিক শিক্ষা। এক দিনের বড় মানেই বড় ভাই। হাসান ভাই তো আমার পাঁচ বছরের বড়। এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট, তারা বড়দের ভয় পায় না। আমরা অত স্মার্ট ছিলাম না।’ আজকের ছবি প্রসঙ্গে তিনি জানান, একটি গানের কাজে সারা দিন তাঁর সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছিলেন। ব্যক্তিগত নানা বিষয়ে আলাপ করেছেন। তখনই এ ছবিটি তোলা।
তুহিন জানান, সোমবার নারায়ণগঞ্জে একটি কনসার্টে গাইতে যাচ্ছে তাঁদের ব্যান্ড আভাস। শিগগিরই নতুন গান প্রকাশ করবে দলটি। তিনি জানান, ইতিমধ্যে আভাসের বেশ কয়েকটি মৌলিক গান তৈরি হয়েছে। আরও ভালো কিছু গান তৈরির জন্য কাজ করে যাচ্ছেন তাঁরা। তুহিন বলেন, ‘আমরা ভালো কিছু কনটেন্ট তৈরির জন্য কাজ করে যাচ্ছি। আমাদের বেশ কিছু ভালো গান তৈরি হয়েছে। শিগগিরই নতুন গান প্রকাশ করতে যাচ্ছি। ইদানীং একদল লোক “বাদাম বাদাম” নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এটা সংগীতের জন্য বিপজ্জনক।’
গত বছর প্রিন্স মাহমুদের সুরে ‘আলো’ গানটি গেয়ে প্রশংসা কুড়িয়েছেন তানজির তুহিন। এই সুরকারের আরও একটি নতুন গান ‘অনাগত’তে কণ্ঠ দিয়েছেন তুহিন। প্রিন্স মাহমুদ প্রসঙ্গে তুহিন বলেন, ‘প্রিন্স ভাইয়ের গান সব সময়ই আলাদা। তাঁকে সামনে থেকে দেখতে পাওয়াই তো একটা আলাদা ব্যাপার। “আলো” অন্যান্য গানের মতো নয়, এটি একটি ক্ল্যাসিক গান। এই গানগুলো অনেক দিন টিকে থাকবে বলে আমার বিশ্বাস। নতুন যে গানটি হচ্ছে, সেটা আরেক রকম। প্রিন্স ভাই এখন যেসব গান করছেন, সেগুলো অন্য রকম জীবনবোধ থেকে করা। তাঁর গানগুলো বরাবরই শক্তিশালী। এখন করোনা ও করোনার পরের বাস্তবতা নিয়ে যেসব গান করছেন, সেগুলো অনেক দামি। এগুলোর ওপর হয়তো মানুষ ঝাঁপিয়ে পড়বে না, কিন্তু এগুলো অনেক দিন বাঁচবে।’
এর আগে তুহিন ছিলেন শিরোনামহীন ব্যান্ডের ভোকাল। ২০১৭ সালের অক্টোবর মাসে দল ছেড়ে নতুন দল আভাস গড়েন তিনি। আগামী বছর শিরোনামহীন তাদের ২৫ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে।