আবারও রঙিলা ফানুস ওড়াবেন সাবিলা
টিভি নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন সাবিলা নূর। প্রতি ঈদেই বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে দেখা যায় তাঁকে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যায় গত বছর ঈদুল আজহায় চ্যানেল আইতে প্রচারিত ‘রঙিলা ফানুস’ নাটকটির কথা। টিভিতে প্রচারের পর নাটকটি সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এর পর থেকে গত ১০ মাসে ইউটিউবে নাটকটির দর্শক ভিউ ১ কোটি ২০ লাখের বেশি। দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার কারণে তৈরি হয়েছে নাটকের সিকুয়েল। আসছে ঈদুল আজহাতেই ‘রঙিলা ফানুস ২’ প্রচারিত হবে।
এবারও নাটকটির মূল চরিত্রে সাবিলা নূর।
নাটকটিতে সাবিলার চরিত্রের নাম রুপালি। ‘রঙিলা ফানুস ২’ তে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম পর্বটির মতো এটিও নারীপ্রধান ও কমেডি গল্প। দ্বিতীয় কিস্তির থিমে কিছুটা মিল থাকলেও গল্প আলাদা। নতুন ধরনের এ চরিত্রে অভিনয় করতে গিয়ে মজার অভিজ্ঞতা হয়েছে।’
প্রথমটির মতো এবারেরটি লিখেছেন জান্নাতুল ফেরদৌস, পরিচালনা করেছেন শিহাব শাহীন। পরিচালক বলেন, ‘এটিকে নাটকের দ্বিতীয় কিস্তি বলা হলেও গল্প ভিন্ন। আগের গল্পের সঙ্গে এবারের গল্পের শুধু থিমেটিক্যাল কানেকশন আছে। আগেরটির মতো এটিও সিচুয়েশনাল কমেডি নাটক। দর্শকের বিনোদনকে মাথায় রেখেই বানানো।’
নাটকটিতে সাবিলা ছাড়া আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, নাজিবা বাশার প্রমুখ।