অর্ধশতাধিক শিল্পীর কণ্ঠে 'তোরা সব জয়ধ্বনি কর'
অর্ধশতাধিক শিল্পীর কণ্ঠে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘তোরা সব জয়ধ্বনি কর’ গানটির ভিডিও। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ১২টায় এটি দেখানো হবে চ্যানেল আইতে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গানটি প্রচার করা হয়েছিল। তাতে উদ্বুদ্ধ হয়েছিলেন মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ। এ ছাড়া বিভিন্ন শরণার্থী শিবির ও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে গানটি করেছিলেন মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার শিল্পীরা। ভিডিওর পরিচালক সাদিয়া আফরিন মল্লিক বলেন, ‘কাজী নজরুলের গানগুলো আমাদের জাতীয় সম্পদ। এগুলো সব সময়ের, সব বয়সের শ্রোতাদের জন্য। আগামী প্রজন্মের কাছে আরও শৈল্পিকভাবে গানগুলো তুলে ধরতে পারলে তাঁরাও প্রাণের খোরাক পাবেন। সেটাই আমাদের উদ্দেশ্য।’
গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহীন সামাদ, ডালিয়া নওশীন, ফাতেমা তুজ জোহরা, সাদিয়া আফরিন মল্লিক, ইয়াসমিন মুশতারী, নাসিমা শাহীন ফ্যান্সি, সুকন্যা মজুমদার ঘোষ, তানভীর আলম সজীব, বিজন চন্দ্র মিস্ত্রী, তানজিনা করিম স্বরলিপি, বদরুন্নেসা ডালিয়া, আফসানা রুনাসহ একঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পী। গানটির সঙ্গে নাচ করতে দেখা যাবে ধৃতি নর্তনালয়ের শিল্পীদের।
শিল্পী শেলু বড়ুয়া ও শহীদ কবির পলাশের সহযোগিতায় মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে জেমস অব নজরুল। সংগীতায়োজন করেছেন অমিত ব্যানার্জি, সহযোগিতায় প্রবাসী গবেষক কাশফিয়া বিল্লাহ ও শিক্ষাবিদ ইউসুফ রাজী বিল্লাহ। ভিডিও নির্মাণ করেছে বারোভূত। কবি কাজী নজরুল ইসলামের অপ্রচলিত গানগুলোকে ভিন্ন আঙ্গিকে তরুণদের কাছে উপস্থাপন করতে কাজ করে যাচ্ছে জেমস অব নজরুল। এটি তাদের দশম প্রযোজনা।