অভিমান করে ফেসবুকেই গান ছাড়লেন প্রিন্স মাহমুদ

তুহিন প্রথমবার গেয়েছেন প্রিন্স মাহমুদের সুরে

আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই অভিমান করে ফেসবুকে গান ফাঁস করে দিয়েছেন গীতিকবি ও সুরস্রষ্টা প্রিন্স মাহমুদ। প্রায় দেড় বছর পর তাঁর কথা ও সুরে ‘আলো’ শিরোনামে গানটি গেয়েছেন তানজির তুহিন। আজ রোববার জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির কথা ছিল। এরই মধ্যে শনিবার রাতে গানটির একটি আনমিক্সড সংস্করণ ফেসবুকে প্রকাশ করেছেন প্রিন্স মাহমুদ।

প্রিন্স মাহমুদ ও তানজির তুহিন

প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘আলো’ শিরোনামে নতুন গানটি করেছেন সুরস্রষ্টা প্রিন্স মাহমুদ। ‘এই আলো-হাওয়ার মায়া কাটিয়ে, এই জগৎ-বাড়ির মায়া কাটিয়ে চলে যাব ভাবতেই চোখ ভরে আসে’ কথাগুলো মহামারির উপলব্ধিতে লিখেছেন এই গীতিকবি। প্রায় দেড় বছর পর নতুন এই গান প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, ‘করোনাকালে কী অবলীলায় কত মানুষ চলে গেছে, যাচ্ছে; এসব দেখে মনটা ভার হয়ে ছিল। সেই উপলব্ধি থেকেই গানটি করেছি। আমাদের শ্রদ্ধার মানুষ আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিনে তাঁকে উৎসর্গ করে গানটি প্রকাশ করেছি। প্রথমবারের মতো তুহিন আমার সুরে গাইলেন, এটাও একটি উল্লেখযোগ্য ঘটনা।’

আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। তিনি বেঁচে থাকতে চাইতেন। তিনি যে এত দ্রুত চলে যাবেন, আমরা কেউ ভাবতেই পারি না।’ প্রথমবার প্রিন্স মাহমুদের কথা ও সুরে গাইলেন শিরোনামহীন ব্যান্ডের সাবেক ও আভাস ব্যান্ডের বর্তমান ভোকাল তুহিন। সংগীতের ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় হিসেবে যুক্ত হলো এই গান। এ নিয়ে তিনিও বেশ উচ্ছ্বসিত।

তবে প্রকাশের আগেই গানটি ফেসবুকে প্রকাশ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গানটা শুরুর দিকের একটা ডেমোমাত্র। মূল গানটার কাজ চলছে। কিছুটা রাগ, কিছুটা অভিমানেই আজ আপনাদের শুনিয়ে ফেললাম, যা কখনো করিনি। যদি ভালো লেগে যায়...।’

প্রকাশিত গানের সঙ্গে প্রিন্স মাহমুদ লেখেন, ‘চলে যাব রেখে যাব গান, এই পিছুটান কী করে ছাড়ব? ছেলেটাকে বুকেতে জড়ায়ে গাল ভরে চুমু কি খেতে পারব? নির্মাণের এই মায়াজাল ছেড়ে যাবে না যাবে না ভাবে মন, ফসল বেঁধে বাঁধি প্রাণের ঘাঁটি, তাতেই পূর্ণ প্রলোভন। এই পথ ভ্রমণ পাঠ সরবে, বিস্মৃতির অতল গর্ভে হারাব ভাবতেই চোখ ধরে আসে।’ এটা এই করোনাকাল ভয়াবহ সময়ের উপলব্ধি। যদিও বাসায় বা ভার্চ্যুয়াল জগতে সবাইকে অভয় দিয়ে যাচ্ছিলাম। কিন্তু মৃত্যুভয় সত্যি আমাকেও পেয়ে বসেছিল। সেই উপলব্ধির অনুরণনই “আলো”। দেখেন তো আপনাদের সাথে মেলে কি না।’