বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স ও বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট এক মঞ্চে গাইবেন, খবরটি মার্চ মাসের শেষের দিকে জানা যায়। এর মধ্যে মাসখানেকের বেশি সময় কেটে গেছে। ব্যান্ড চিরকুটও প্রস্তুত হতে থাকে। হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, ভিসা পেতে সমস্যা হচ্ছে ব্যান্ডের সদস্যদের। সব খবরকে গুঞ্জনে রূপান্তর করে অবশেষে নিউইয়র্কে উড়াল দিচ্ছেন চিরকুটের সদস্যরা। ৩ মে এমিরেটস এয়ারলাইনস অথবা কাতার এয়ারওয়েজের বিমানে চড়ে চিরকুট সদস্যদের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে। আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন দলটির অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৬ মে নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে স্করপিয়ন্সের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবে বাংলাদেশের চিরকুট। এদিকে স্করপিয়ন্স ও চিরকুটের কনসার্ট নিয়ে ইউএস অ্যাম্বাসি ঢাকা একটি পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে, ‘আপনারা কি জানেন, আগামী ৬ মে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স ও বাংলাদেশি গ্লোবাল ব্যান্ড চিরকুট একসঙ্গে কনসার্টে অংশ নিচ্ছে! ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গানে গানে শক্তির কথা বলা হয়েছিল। সংগীতকে আবার কথা বলতে দিন!’
এদিকে চিরকুট ব্যান্ডের প্রত্যেক সদস্য বিশ্বসেরা ব্যান্ড স্করপিয়ন্সের সঙ্গে এক মঞ্চে গান করতে যাচ্ছে ভেবে ভীষণ খুশি। ব্যান্ড চিরকুটের সদস্যরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। শারমীন সুলতানা সুমী প্রথম আলোকে বললেন, ‘সবার ভিসা পেতে একটু বেগ পেতে হয়েছে। অবশেষে আমরা পেয়েছি। এটা নিঃসন্দেহে আমাদের একার নয়, সারা বাংলাদেশের সংগীতের মানুষদের জন্য আনন্দের সংবাদ। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এর আগে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেছে কি না, আমার জানা নেই। চিরকুটই প্রথমবার পারফর্ম করতে যাচ্ছে, তাই আমরা গানে গানে বাংলাদেশের সম্মানের বিষয়টা যেন সমুন্নত থাকে, সেই চেষ্টাই করব। বিশ্বের কিংবদন্তি ব্যান্ড, যারা মানবতার গান গেয়েছে, সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, আমাদের স্পিরিটের সঙ্গে, আমরাও যেমন দুই দশক ধরে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেশের জন্য গান করেছি, সবকিছু মিলে পুরো ব্যাপারটা একই সূত্রে গাঁথা— বাংলাদেশ, স্করপিয়ন্স ও চিরকুট।’
সুমী আরও বলেন, ‘অস্তিত্বে, আত্মবিশ্বাসে, এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ৫১ বছরের এক দীর্ঘ সংগ্রামের নাম। একইভাবে প্রচলিত প্রথা ভাঙার রুদ্ধশ্বাসে চিরকুট ২০ বছরের এক তীব্র লড়াইয়ের নাম। আর যাঁরা সংগ্রাম কিংবা লড়াই করে বড় হন, তাঁরা নির্ভীক, দায়িত্ব এড়ান না বরং যেকোনো অবস্থায় দায়িত্ব কাঁধে তুলে নেন। এ রকমই এক গুরুদায়িত্বের মুখোমুখি আরও একবার আমরা। তবে এই প্রথম কিছু বলতে গিয়ে গলা কাঁপছে।’
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গাওয়ার বিষয়টি যখন নিশ্চিত হয়, তখন চিরকুট তাদের ফেসবুকে লিখেছিল, ‘পৃথিবীর অন্যতম সেরা ব্যান্ড স্করপিয়ন্স পৃথিবী এবং মানুষের সংকট এবং প্রয়োজনে গান গেয়ে সময়কে বদলে দিয়ে কালোত্তীর্ণ হয়েছে, হয়েছে কিংবদন্তি। তাদের পেজে যখন শ্রদ্ধার সঙ্গে “চিরকুট”; মানে নিজেদের ব্যান্ডের নাম দেখি, মনে হয় খুব একটা ভুল পথে হাঁটিনি। এক জীবনে এগুলোকেই তো অর্জন বলে! বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসবকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে আগামী ৬ মে ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দ্য গ্রেটেস্ট স্করপিয়ন্সের সঙ্গে স্টেজ শেয়ার করবে “চিরকুট”। আপনাদের সবার মতোই আমরা গর্বিত, আনন্দিত!
১৯৭১ সালে জর্জ হ্যারিসন তাঁর বন্ধুদের একত্র করে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পাশে দাঁড়াতে কনসার্ট করেছিলেন এই ঐতিহাসিক ভেন্যুতে। বিজয়ের ৫০ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে আগামী ৬ মে। কথা দিচ্ছি, বিচ্ছুরণের আলোয় বাংলাদেশকে নিয়ে দ্বিগুণ হারে জ্বলব ইনশাল্লাহ!’ পথচলার এই সময়ে এমন একটি আয়োজনের অংশ হতে পারার জন্য ব্যান্ড ‘চিরকুট’ আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।