বাবার প্রতি যতটা শ্রদ্ধা, ঠিক তার পরের জায়গাটাই সুবীর নন্দীর জন্য রেখেছেন তরুণ কণ্ঠশিল্পী অপু আমান। প্রয়াণ দিবসে পরম শ্রদ্ধায় তিনি স্মরণ করলেন শ্রদ্ধেয় এই শিল্পীকে। জানালেন, সুবীর নন্দীর হাতেই শিখেছিলেন তাঁর গাওয়া গান।
সুবীর নন্দীর প্রয়াণে তাঁকে স্মরণ করে অপু বলেন, ‘আমার সংগীতজীবনে যে শিল্পীদের প্রভাব রয়েছে, সুবীর নন্দী তাঁদের অন্যতম। সংগীতজীবনে আমাদের তিনি একরকম হাতে ধরে গড়ে তুলেছেন। তিনি নিজে আমাকে শিখিয়েছিলেন তাঁর গাওয়া “চাঁদে কলঙ্ক আছে যেমন” গানটি। সেটাই আমি রিয়েলিটি শোতে গেয়েছিলাম। তাঁর সঙ্গে এটাই আমার জীবনের প্রথম সুখস্মৃতি।’
শিল্পীর প্রয়াণের দিনের স্মৃতির কথাও স্মরণ করলেন অপু। তিনি বলেন, ‘সুবীর স্যারের সঙ্গে আমার দুঃখের স্মৃতি হচ্ছে, তাঁর মরদেহ যেদিন সিঙ্গাপুর থেকে দেশে এল, এয়ারপোর্ট থেকে শ্মশান পর্যন্ত নিয়ে গিয়েছিলাম আমরাই।’ সুবীর নন্দী চলে যাওয়ার পরপরই প্রকাশিত হয় অপু আমানের নতুন গান ‘এ কেমন অভিমান তোমার/ এ কেমন চলে যাওয়া’। এ গান দিয়েই শ্রদ্ধেয় শিল্পীকে স্মরণ করেন অপু।
লকডাউনে বাড়িতে গড়ে তোলা স্টুডিওতে কাজ করছেন অপু আমান। শুরু করেছেন একটি প্রযোজনা সংস্থা। সেখান থেকে বেরোবে গান ও নাটক। এসবের পাশাপাশি শুদ্ধ বাংলা গানের চর্চা করে যেতে চান অপু আমান।