মার্চে অপার্থিবের অ্যালবাম

অপার্থিব ব্যান্ডের সদস্যেরাছবি: ব্যান্ডের সৌজন্যে

সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিব–এর প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’ মুক্তি পাচ্ছে ২৮ মার্চ। স্পটিফাই, ইউটিউিবসহ ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামটি শোনা যাবে। অ্যালবামে ‘আবছা নীল কণা’সহ মোট সাতটি গান রয়েছে।

ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন বলেন, ‘প্রথম অ্যালবামের ক্ষেত্রে শ্রোতাদের সমর্থন এবং ভালোবাসা ছিল আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে এমন একটি মাধ্যম যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’

২০০৯ সালে প্রথম মঞ্চে ওঠে অপার্থিব। ব্যান্ডের পাঁচ সদস্য সৈয়দ আদনান আলী (ড্রামস), সালেহীন চৌধুরী (ভোকাল ও গিটার), আসফিন হায়দার (ভোকাল), আদিয়ান ফয়সাল (কি–বোর্ড), সৈয়দ আহসান আলী (বেজ গিটার) বর্তমানে কানাডার অটোয়াতে বসবাস করছেন।

অ্যালবাম প্রকাশের আগে ২৭ ফেব্রুয়ারি অ্যালবামের পঞ্চম গান ‘পথিক’ প্রকাশিত হবে। এতে অতিথি গিটারিস্ট হিসেবে ছিলেন সাজ্জাদুল আরেফিন।

আরও পড়ুন