সিডনিতে বাপ্পা মজুমদার ও দলছুট, গাইবেন কাল
অস্ট্রেলিয়ার সিডনি এসে পৌঁছেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এবং তাঁর ব্যান্ডদল ‘দলছুট’। সিডনির বৈশাখী মেলায় তাঁরা প্রবাসী বাংলদেশি ভক্তশ্রোতাদের লাইভ কনসার্ট উপহার দেবেন আগামীকাল রোববার। এ উপলক্ষে গতকাল শুক্রবার রাতে সিডনি পৌঁছান তাঁরা। এ সময় ফুল দিয়ে স্বাগত তাঁদের জানায় আয়োজক সংগঠন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলার আমন্ত্রণে তাঁদের এবারের এই সিডনি ভ্রমণ।
প্রবাসী বাংলাদেশিদের গান শোনাতে এসেছেন দলছুটের প্রধান গায়ক বাপ্পা মজুমদার ও যন্ত্রীরা। সহযোগী হিসেবে শাহান কবন্দ, সজীব ফার, মাসুম ওয়াহিদুর রহমান, জন শার্টন, ডানো শেখ ও সোহেল আজিজ। সিডনিতে ভ্রমণ নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘গানের পাশাপাশি বাংলার ঐতিহ্য বৈশাখী মেলায় প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের সঙ্গে উপস্থিত থাকতে পারব বলে আনন্দিত আমরা। আর সবাইকে গানের মাধ্যমে কিছুটা সময় আনন্দ দিতে পারব, এই আশা করছি। দেখা হবে মেলায়।’
আগামীকাল সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে বেলা ১টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে সিডনির ঐতিহ্যবাহী সবচেয়ে বড় বৈশাখী মেলা। এর আগে দীর্ঘ ১৫ বছর এই মেলার আয়োজন করা হয়েছে দেশটির বিখ্যাত সিডনি অলিম্পিক পার্কে। এ ছাড়া মেলায় থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খাবার ও পণ্যের বিভিন্ন স্টল এবং আতশবাজির আয়োজন।
বেশ কয়েক দিন ধরে সিডনির আবহাওয়া ভালো নয়। মেঘাচ্ছন্ন অথবা বৃষ্টি হচ্ছে। এ কারণে মেলা উপভোগ করতে পারবেন কি না, শঙ্কায় আছেন সিডনির বাংলাদেশিরা। তবে বৃষ্টির কোনো প্রভাব পড়বে না বলে আশা করেছেন মেলার আয়োজক সংগঠন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক। তিনি বলেন, ‘আমরা বৃষ্টির কথা মাথায় রেখে সুবিশাল ছাউনির নিচে মেলার স্টল ও মূল অনুষ্ঠানের আয়োজন করেছি। ছাউনিতে আশানুরূপ দর্শনার্থীর ধারণক্ষমতা রয়েছে। কিছু আয়োজন খোলা মাঠেও থাকছে। আশা করছি সব মিলিয়ে আমরা সুন্দর একটি বৈশাখী মেলা উপভোগ করতে পারব। সবাইকে সপরিবার আমন্ত্রণ রইল।’