‘আমার শরীরে ১১টি অস্ত্রোপচার হয়েছে’
দীর্ঘদিন ধরে অসুস্থ অর্থহীনের বেজিস্ট ও ভোকালিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন। তিনি ভক্তদের কাছে ‘বেজবাবা সুমন’ নামেই পরিচিত। প্রায় এক বছর পর কনসার্ট দিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন ও ‘বেজবাবা’ সুমন। ফিরেই মাইক্রোফোন হাতে এই গায়ক জানান, সাত মাস ধরে তাঁর শারীরিক অবস্থা ভালো না। যে কারণে বেশির ভাগ সময়ই তিনি দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘ বিরতির পর যখন ফিরেছেন, তখন দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এ প্রসঙ্গে তিনি মঞ্চে দর্শকদের উদ্দেশে বলেন, ‘এ সময়ে অনেক পরিবর্তন হয়েছে। দেশের বিপ্লব গণ-অভ্যুত্থানে আমরা নতুন দেশ পেয়েছি। দেশের অনেক পরিবর্তন হলেও এ সময় আমাকে হাসপাতালের বিছানায় শুয়ে কাটাতে হয়েছে।
কারণ, গত সাত মাসে আমার শরীরে ১১টি অস্ত্রোপচার হয়েছে।’ তবে ভক্তদের এটাও জানিয়ে রাখলেন আপাতত তিনি সুস্থ। এখন ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসার পরিকল্পনা করছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থতা যেন কোনোভাবেই ছাড়ছে না সাইদুস সালেহীন সুমনকে। প্রথমে ক্যানসার ধরা দিলেও পরে আরও বেশ জটিলতার মধ্যে থাকতে হয়। সুস্থ হলেও তাঁকে চিকিৎসা চালিয়ে যেতে হয়েছে। ফিরেছিলেন গানে। কিন্তু এর মধ্যেই জুন মাসের শেষের দিকে এই গায়ক আবার ব্যাংকক যান চিকিৎসা নিতে।
অস্ত্রোপচারের জন্য গত জুনের ২৫ তারিখে ব্যাংককে পৌঁছান এই গায়ক। সেখানে ৩ জুলাই এই গায়কের পায়ে দুটি সার্জারি হয়। সেটি নিয়ে তিনি সে সময় ফেসবুক পোস্টে ভক্তদের কাছে দোয়া চেয়ে লিখেছিলেন, ‘আগামীকাল আমার দুই পায়ে দুটি সার্জারি হবে। দুপুর বা বিকেলে আপডেট পাওয়া যাবে। সবাই দোয়া করবেন।’
পরে তিনি ভক্তদের জানান, ঠিকমতো পায়ের সার্জারি হয়েছে। বর্তমানে তিনি সুস্থ। নিয়মিত হতে পারেন গানে। সেই আভাসও দিলেন।
গতকাল ঢাকায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টে গান করে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’, সঙ্গে ছিল ঢাকার জনপ্রিয় তিন ব্যান্ড ‘অর্থহীন’, ‘ভাইকিংস’ ও ‘কনক্লুশন’।