বিয়ের পর তাহসানের স্ত্রী রোজার সেই ফেসবুক পেজের অনুসারী কত বাড়ল

ছবিটি প্রথম ফেসবুকে পোস্ট করেছিলেন রোজা। ছবি: ফেসবুক

গত শুক্রবার রাতে বিয়ে ঘিরে নতুন করে আলোচনায় আসেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তাঁর গায়েহলুদের একটি ছবি ফেসবুকে প্রকাশের পর সেটি ভাইরাল হয়। রাতে সেই ছবি দিয়ে তাহসানের সঙ্গে আলোচনায় আসেন তাঁর স্ত্রী রোজা আহমেদ।

ভাইরালের পর থেকে আলোচনায় থাকা রোজাকে তাহসানের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজতে থাকেন। পরে জানা যায়, এই রোজা সরব থাকেন তাঁর ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’-এ। শনিবার সকাল থেকে পেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কেউ কেউ এই পেজেই তাহসান-রোজাকে শুভকামনা জানান। শুধু তা–ই নয়, এই ফেসবুক পেজে অনুসারীও প্রতিমুহূর্তে বেড়েই চলে।

রোজা আহমেদ। ছবি: ফেসবুক

২০২০ সালে তৈরি করা এই ফেসবুক পেজের অনুসারী ছিলেন ৯ লাখের মতো। সেটি দুই দিনের মাথাতেই ৫ লাখ বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। বর্তমানে অনুসারী ১৪ লাখের বেশি। ৫ জানুয়ারি এই ফেসবুক পেজ থেকে প্রথম তাহসানের সঙ্গে বিয়ে ছবি পোস্ট করেন রোজা। সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তিন হাজারের বেশি পোস্টটি শেয়ার হয়। অন্যদিকে প্রায় সাড়ে তিন লাখ অনুসারী ছবিটিতে রিয়্যাক্ট করেন। ২৪ হাজার ভক্ত তাঁদের অভিনন্দন জানান।

রোজা আহমেদ। ছবি: ফেসবুক

অন্যদিকে তাহসানের ফেসবুক পেজেও অনুসারী বেড়েছে প্রায় দুই লাখ। ধারণা করা হচ্ছে, শিগগির কোটি ভক্তের ফেসবুক পেজ হতে যাচ্ছে এই তারকার। গত শনিবার বিয়ের পর ফেসবুকে তাঁদের ছবি পোস্ট করেন। সেই ছবি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পোস্টটিতে ১৭ লাখ ভক্ত রিয়্যাক্ট করেছেন। এক লাখের বেশি ভক্ত পোস্টটি শেয়ার করেছেন। মন্তব্যে শুভকামনা জানিয়েছেন তিন লাখ অনুসারী।

শনিবার সকালে ফেসবুক থেকে স্ক্রিনশটটি নেওয়া। ছবি: ফেসবুক

গত শনিবার তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান থেকে এই অভিনেতা সেই সময় প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ (শনিবার) বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’

রোজা আহমেদ বরিশালের মেয়ে। তিন বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে রোজাস ব্রাইডাল মেকওভার নামে নিজের প্রতিষ্ঠানও আছে। নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান। তবে দেশেও কাজ করার ইচ্ছা আছে। গত মাসে তিনি দেশে এসেছেন। জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্রাইডাল মেকআপের ওপর বেসিক মাস্টার ক্লাস নেবেন। বর্তমানে এই দম্পতি হানিমুনে মালদ্বীপে রয়েছেন।

রোজা আহমেদ ও তাহসান খান। ছবি: ফেসবুক
আরও পড়ুন