যার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর?
ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংকে আদর্শ মানেন এনজেল নূর। ক্লাসের ফাঁকে অরিজিৎকে গুনগুনাতেন। অরিজিতের গান গেয়েই ২০১৯ সালে গায়ক হিসেবে আত্মপ্রকাশ। ‘ফির লে আয়া দিল’ গাওয়ার ভিডিওটি ফেসবুকে রীতিমতো ছড়িয়ে পড়েছিল।
বছর চারেক ধরে কাভার গান করে এবারই প্রথম অরিজিনাল গান প্রকাশ করেন এনজেল। ‘যদি আবার’ শিরোনামের সেই গানটি ব্যক্তিগত এক্স হ্যান্ডলে শেয়ার করে অরিজিৎ লিখেছেন, ‘কী দারুণ গান!’
গতকাল সকালে খবরটি শোনার পর প্রথমে ভেবেছিলেন, প্রাইভেট অ্যাকাউন্টটি ভুয়া। পরে নিশ্চিত হয়েছেন, অ্যাকাউন্টটি অরিজিৎ নিজেই চালান। গতকাল বিকেলে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এনজেল বললেন, ‘আমি এখন শকড। সংগীত মানুষকে একত্র করে। এটা আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি।’
এনজেল নূরকে অভিনন্দন জানাচ্ছেন ঢাকার শ্রোতারা। ‘দ্য অরিজিতিয়ানস’ নামে একটি ফেসবুক পেজে গানের ভিডিও পোস্ট করা হয়েছে। এতে অভিনেত্রী নওশাবা আহমেদসহ অনেকে এনজেলের জন্য শুভকামনা জানিয়েছেন।
২০২২ সালে কোক স্টুডিও পাকিস্তানের ‘পাসুরি’ গানটি কাভার করেছিলেন এনজেল। শ্রোতাদের সাড়া পেয়ে ফেসবুক পেজ খোলেন। এরপর নিয়মিত গান কাভার করতে থাকেন। এর মধ্যে ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’, ‘সাগরের তীর থেকে’র মতো পুরোনো গানও রয়েছে।
পুরোনো গান কাভারের বিষয়ে এনজেলের ভাষ্য, ‘গানগুলো আমার হৃদয়ে দাগ কেটে গেছে। মনে হতো, গানগুলো আমাদের প্রজন্মের শ্রোতাদের শোনা দরকার। সেই ভাবনা থেকে কাভার করেছি।’
ক্যারিয়ারের চার বছর পেরোনোর পর প্রথম মৌলিক গান প্রকাশ করলেন চট্টগ্রামের এই তরুণ গায়ক। ২০২৩ সালের ২৫ ডিসেম্বর ‘যদি আবার’ লিখেছেন, সঙ্গে সুরও করেছেন। ২৮ ডিসেম্বর খালি গলায় গাওয়া গানটির ভিডিও ফেসবুকে প্রকাশের পর প্রশংসা কুড়িয়েছেন।
তখনই সিদ্ধান্ত নেন, ‘যদি আবার’ রেকর্ড করে প্রকাশ করবেন। গত বছরের ১৪ জানুয়ারি মৌলিক গানটি ইউটিউবসহ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করেন এই তরুণ। তরুণদের মধ্যে গানটি সাড়া ফেলেছে। এ পর্যন্ত ইউটিউবে ২১ লাখের বেশিবার শোনা হয়েছে। প্রায় ৩ হাজার মন্তব্য জমা পড়েছে।
কাইমুম টিটো নামের এক শ্রোতা লিখেছেন, প্রথমবার শুনেই ভালো লাগার মতো হাতে গোনা কয়েকটা গানের মধ্যে এই গানটা রয়েছে। আমাদের আরও মন ভালো করার গান দাও, যাতে মন খারাপের দিনগুলোতে প্লে লিস্টে তোমার গান লুপে শুনতে পারি।’
গানের পাশাপাশি অভিনয়ও করেন এনজেল নূর। ২০১৯ সালে ‘ফির লে আয়া দিল’ প্রকাশের পরপরই একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনচিত্রে ডাক পান। এর পর থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইকবাল হোসাইন চৌধুরীর বলী সিনেমায় অভিনয় করেছেন। আরও চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে একটি তামিল, একটি কলকাতার এবং দুটি ঢাকার সিনেমায় শুটিং শুরু করবেন।
তাঁর পুরো নাম জুলফিকার নূরী এনজেল। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এসেছিলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়েছেন। বছর দুয়েক আগে স্নাতক শেষ করেছেন।
আজ শুক্রবার ঢাকার বসুন্ধরা টগি ক্লাবে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্টে নগরবাউল জেমস, ব্যান্ড আর্টসেল, শিরোনামহীনের সঙ্গে গাইবেন এই তরুণ সংগীতশিল্পী। শিগগিরই প্রকাশ করবেন দ্বিতীয় মৌলিক গান ‘তিল’।