১৯৬৭ সালের গানটি এখনো জনপ্রিয়তার শীর্ষে, জনপ্রিয় ৫ গান কোনগুলো
সবচেয়ে বেশি জনপ্রিয় গানগুলোর একটি তালিকা তৈরি করেছে রোলিং স্টোন সাময়িকী। সেই তালিকায় রয়েছে চমক। সেরা গানটি এই শতাব্দীর নয়। ১৯৬৭ সালে প্রকাশিত গানই এখনো সেরা। এমনকি সেরা গানের তালিকায় এই শতাব্দীর কোনো গানই নেই। জেনে নিতে পারেন সেই তালিকায় বিশ্বের সেরা পাঁচ গানের কথা।
‘রেসপেক্ট’
গানটি প্রকাশের পর গায়িকা খ্যাতি পেয়েছিলেন ‘কুইন অব সৌল’ নামে। এই একটি গান তাঁর ক্যারিয়ার একেবারেই বদলে দেয়। কারণ, গায়িকার ক্যারিয়ারে এই প্রথম কোনো গান হিট হয়। এটা তাঁকে ক্যারিয়ারে স্টাবলিশ করে। গানটির শিরোনাম ‘রেসপেক্ট’। এটি গেয়েছেন আরিথা ফ্র্যাঙ্কলিন। ১৯৬৭ সালে প্রকাশ পাওয়া গানটি এখনো পছন্দের শীর্ষে রয়েছে।
‘ফাইট দ্য পাওয়ার’
যুক্তরাষ্ট্রের হিপহপ ব্যান্ড পাবলিক এনিমি গাওয়া ‘ফাইট দ্য পাওয়ার’ এ তালিকায় ২ নম্বর রয়েছে। গানটি প্রকাশ পায় ১৯৮৯ সালে। পরে গানটি স্পাইক লি পরিচালিত ‘ডু দ্য রাইট থিংস’ সিনেমায় ব্যবহৃত হয়। ১৯৮৮ সালে ইউরোপ সফরের সময় পরিচালক সিনেমার জন্য একটি গান চান। পরে সেই সময়ে গানটি তৈরি করেন পাবলিক এনিমি। তখন তৃতীয় অ্যালবাম মুক্তি পেলেও অতটা জনপ্রিয়তা পায়নি ব্যান্ডটি। এ গানের পর তারা আরও বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেয়। সেই আশির দশক থেকেই বিশ্বব্যাপী তাদের গানের শ্রোতা বাড়তে থাকে।
‘আ চেঞ্জ ইজ গনা কাম’
গানটি লেখা শেষ হয়েছিল আগেই। কিন্তু এরপর হোটেলে শান্তিভঙ্গের কারণে অভিযুক্ত হন। সেই ঘটনা তাঁর মধ্যে পরিবর্তন আনে। সেই ঘটনার পর আবার নতুন করে গানটির কথা সাজান। প্রায় এক বছর পরে স্যাম কুক ১৯৬৪ সালে ‘আ চেঞ্জ ইজ গনা কাম’ গানের রেকর্ডিং করেন। দিনটি ছিল ৩০ জানুয়ারি। তখনো জানতেন না, তাঁরা হতে যাচ্ছেন ইতিহাসের অংশ। গানটি মুক্তি পায় প্রায় এক বছর পর। পরবর্তী সময়ে জনপ্রিয়তার শীর্ষে চলে আসে। গানটি নাগরিক অধিকার আদায়ের জন্য গাইতে থাকেন সারা দুনিয়ার মানুষ।
‘লাইক আ রোলিং স্টোন’
১৯৬৫ সালের ২০ জুলাই বব ডিলানের গাওয়া ‘লাইক আ রোলিং স্টোন’ মুক্তি পায়। এ তালিকায় ৪ নম্বর রয়েছে জনপ্রিয় গানটি। এটি বব ডিলানের পছন্দের একটি গান। গানটি তিনি সব সময় তাঁর পছন্দের সংক্ষিপ্ত তালিকায় রাখতেন। গানটি ১৯৬৫ সালে রেকর্ড করার পরে ডিলান বলেছিলেন, ‘আমি এটি লিখেছি। আমি ব্যর্থ হইনি। এটা একদমই সোজা কথায় লেখা।’ সে সময় ডিলানের বয়স ছিল মাত্র ২২ বছর। গানটি কোনো কোনো তালিকায় শীর্ষেও জায়গা পেয়েছে।
‘স্মেল লাইক টিন স্পিরিট’
রক ব্যান্ড নির্ভানার জনপ্রিয় একটি গান ‘স্মেল লাইক টিন স্পিরিট’। গানটি ১৯৯১ সালের শুরুর দিকে প্রকাশ পায়। গানটি অল্প সময়ে ‘বেস্ট সেলিং সং’–এর তালিকায় চলে আসে। নির্ভানার সবচেয়ে জনপ্রিয় গানের একটি। অন্য গানের মতো এটিও সংগীত ইন্ডাস্ট্রির হিসাব অনেকটাই বদলে দেয়। গানটি সর্বকালের সেরার তালিকায় ৫ নম্বরে রয়েছে।