২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘জয়া আহসান কি আমার কথা শুনে রাজি হয়েছে, কোনো কারণ তো দেখি না’

পার্থ বড়ুয়া। ছবি: ফেসবুক

গান গেয়ে তখন আলোচিত পার্থ বড়ুয়া। একের পর এক নতুন অ্যালবাম আর গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। এর মধ্যে একদিন প্রযোজক বন্ধু প্রস্তাব দিয়ে বসেন নাটকে অভিনয় করতে হবে। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটকটি প্রচার করা হবে। অভিনয়ের কথা শুনে কিছুটা অবাক হয়ে যান এই গায়ক। জানতে চান, সহ–অভিনেত্রী কে? জানা যায় জয়া আহসান। তখন কিছুটা দোটানায় প্রশ্ন করেন, ‘জয়া আহসান কি আমার কথা শুনে রাজি হয়েছে, কোনো কারণ তো দেখি না।’

পার্থ বড়ুয়া অভিনীত প্রথম নাটকটির নাম ছিল ‘শহরতলীর আলো’। এটি পরিচালনা করেছিলেন মেজবাউর রহমান সুমন। এই গায়ক ও অভিনেতার জন্মদিনে প্রথম নাটকের অভিনয় ও মজার অভিজ্ঞতা ভক্তদের জন্য তুলে ধরা হলো।

পার্থ বড়ুয়া। ছবি: ফেসবুক

অভিনয় করার কথা শুনে কিছুটা দোটানায় পড়ে যান পার্থ বড়ুয়া। কিন্তু প্রযোজক বন্ধু সৈয়দ ইরফান উল্লাহ তাঁকে জানান, অভিনয় করতেই হবে। তখন কৌতূহল নিয়ে এই গায়ক জানতে চান, তাঁর বিপরীতে অভিনয় করবেন কে? জানতে পারেন জয়া আহসানের নাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জয়া তখন বাংলাদেশে অনেক জনপ্রিয়। আর আমি অভিনয়ে নতুন। তখন আমি জানতে চাইলাম, জয়া কি আমার কথা শুনে রাজি হয়েছে, কোনো কারণ তো দেখি না। কারণ, আমি তো আগে অভিনয় করিনি। নতুন, অভিজ্ঞতা নাই। পরিচালক “মেঘদল” গানের দলের সঙ্গে যুক্ত ছিলেন। তারা হয়তো তাদের জায়গা থেকে আমাকে কাস্টিং করার কথা ভেবেছে।’

নাটকের একটি দৃশ্যে জয়া আহসান। ছবি: সংগৃহীত
Md. Monzurul Alom

প্রথম দিন বিজয় সরণির রাস্তার মোড়ে শুটিং হচ্ছিল। সেখানে ছিলেন জয়া ও পার্থ বড়ুয়া। জয়ার চরিত্র ছিল অন্ধ ফুল বিক্রেতা। তাকে প্রথম দিকে অনেকেই না চিনলেও সেদিন এ দুজনকে একসঙ্গে শুটিংয়ে দেখে রাস্তায় ভিড় জমে যায়। প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করে তিনি বলেন, ‘একটা দৃশ্যের কথা এখনো মনে পড়ে। ঘুরে ক্যামেরার দিকে তাকিয়ে “তুমি” বলতে হবে। কিন্তু দৃশ্যটি কোনোভাবেই হচ্ছিল না। সেদিন ২৬ বার টেক এনজি হয়। আমার নাটকের পরিচালক, ক্যামেরাম্যান, অভিনয়শিল্পী জয়াসহ সবাই খুব ভালো ছিলেন। একমাত্র আমিই ছিলাম নতুন। তখন মনে হয়েছিল কাজটি ভালো করতে হবে। তা না হলে প্রজেক্টটি ভালো হবে না। নাটক ডুবলে আমার কারণেই ডুববে। পরে সবার সহযোগিতায় পার পেয়ে যাই। পরে দেখি সবাই কাজটির প্রশংসা করছে।’নাটকের

নাটকের একটি দৃশ্যে পার্থ বড়ুয়া। ছবি: সংগৃহীত

প্রথমবার পর্দায় নিজেকে দেখে কেমন লাগছিল—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সম্পাদনার সময় বা প্রচারের আগে শুটিং হাউসে বসে নাটক দেখা এক জিনিস। আর টিভির পর্দায় দেখা আলাদা জিনিস। টিভির পর্দায় নিজেকে এভাবে আগে দেখিনি। নতুন অভিজ্ঞতা। অভিনয়ে নিজেকে প্রথম দেখে কেমন যেন লাগছিল। ভাব ছিলাম অভিনয় নিয়ে মানুষ কী বলে। পরে দেখলাম, না, সবাই ভালো বলেছে।’ তার পর থেকে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেছিলেন।