মায়ের কাছে কেন বিয়ের কথা গোপন করেছিলেন জাকির হোসেন

স্ত্রীর সঙ্গে জাকির হোসেন। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

১৯৭০-এর দশকে সংগীতানুষ্ঠানে অংশ নিতে বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছেন জাকির হোসেন। সঙ্গে চলছে তবলার কর্মশালাও। এমনই এক কর্মশালায় দেখা হয় আনতোনিয়া মিনেকোলার সঙ্গে। পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে। কিন্তু বিয়ের পরও মাকে জানাননি জাকির হোসেন। কিন্তু কেন?

প্রথম দেখার ৮ বছর পর ১৯৭৮ সালে জাকির হোসেন ও আনতোনিয়া বিয়ে করেন। তবে এ নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি। এক সাক্ষাৎকারে জাকির হোসেন জানান, মায়ের অনুমতি না নিয়েই বিয়ে করেছিলেন তিনি। আনতোনিয়া মিনেকোলা ইতালীয়-আমেরিকান। বিয়ে নিয়ে মূল ঝামেলা বাধে ধর্মীয় কারণে।

জাকির হোসেনের ভাষ্যে, ‘আমাদের পরিবারে এটাই ছিল প্রথম মিশ্র বিয়ে। তবে বাবার চেয়ে মাকে নিয়ে বেশি বেগ পেতে হয়। তাঁর জন্য এই বিয়ে মেনে নেওয়াটা খুব কঠিন ছিল। বিয়ের করার আগপর্যন্ত তাঁকে বলিনি। তবে মুসলিম রীতি অনুযায়ী যে বিয়ের অনুষ্ঠান করি, সেখানে বাবা ছিলেন। তবে এর আগে যখন আমরা আইনি মতে বিয়ে করি, কেউ ছিল না।’

একই সাক্ষাৎকারে জাকির হোসেন আরও জানান, তিনি নিজে মাকে বিয়ের কথা বলেননি। এই গুরুদায়িত্ব তাঁর বাবা সামলেছেন। তিনি বলেন, ‘মনে হয় বাবা দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বিয়ের কথা মাকে জানিয়েছিলেন। মাকে বিয়ের কথা বলে এসে বাবা আমাকে বলেছিলেন, “বলা হয়ে গেছে। এসব এখন বাদ দাও (হাসি)।” পরের ১০ বছর মা ওকে (আনতোনিয়া মিনেকোলা) দেখেছে, এরপর পছন্দ করেছে।’

আরও পড়ুন

কত্থক নৃত্যশিল্পী ও শিক্ষক আনতোনিয়া জাকির হোসেনের ব্যবস্থাপকের দায়িত্বেও ছিলেন।