চলে গেলেন ওস্তাদ আশীষ খাঁ

ওস্তাদ আশীষ খাঁফেসবুক থেকে

গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেনরি মায়ো মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

আজ এক ফেসবুক পোস্টে আশীষ খাঁর ভাতিজা সিরাজ আলী খাঁ তাঁর মৃত্যুর খবর দিয়েছেন। ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদবাদক। তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ও ওস্তাদ আলী আকবর খাঁর ছেলে।

৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ট্রাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ বিভাগে ‘গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ’-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন আশীষ খাঁ।
আশীষ খাঁ একাধিকবার বাংলাদেশে শো করে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করেন। তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়য়ের ভারতীয় শাস্ত্রীয় সংগীত বিষয়ে অধ্যাপনা করেছেন।

১৯৬৭ সালে তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনকে সঙ্গে নিয়ে ইন্দো-আমেরিকান সংগীত গোষ্ঠী ‘শান্তি’ গঠন করেন ওস্তাদ আশীষ খাঁ। জন বারহাম, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসনের মতো নানা বিখ্যাত সংগীতজ্ঞদের সঙ্গে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেছেন।

২০০৭ সালে তিনি ভারতের প্রথম শাস্ত্রীয় সংগীতজ্ঞ হিসেবে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের ফেলো হিসেবে নির্বাচিত হন।
১৯৩৯ সালে ভারতের মাইহারে জন্ম নেন আশীষ খাঁ। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে শো করেছেন তিনি। তিনি দাদা ও বাবার সঙ্গে কলকাতায় ‘তানসেন মিউজিক কনফারেন্স’-এ শো করেছেন আশীষ।

আরও পড়ুন