কীভাবে নারীকে সম্মান করবে, শৈশবেই ছেলেশিশুদের শেখানোর তাগিদ কারিনার
শৈশবেই ছেলেশিশুদের লৈঙ্গিক সমতা নিয়ে সচেতন করে তোলা দরকার বলে মনে করেন বলিউড তারকা কারিনা কাপুর খান। এ কাজটি বাড়ি থেকেই শুরু করতে হবে। আর মা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আজ এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে এ কথা বলেছেন কারিনা কাপুর।
কলকাতার এক নারী চিকিৎসককে ধর্ষণের ঘটনার পর ভারতে আন্দোলন করছেন নানা শ্রেণি–পেশার মানুষ। এর মধ্যে মেয়েদের ওপর বিধিনিষেধ আরোপ না করে ছেলেদের সচেতনভাবে গড়ে তোলা নিয়ে আলোচনা চলছে।
বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে কারিনা কাপুর বলেন, ‘এটি বাড়ি থেকেই শুরু করতে হবে। ছেলেশিশুদের বয়স যখন চার–পাঁচ, তখন থেকেই শুরু করা দরকার। সে সময় থেকে নারী ও পুরুষের পার্থক্যটা বুঝতে শুরু করে তারা। কীভাবে নারীদের সম্মান করা উচিত, সেটা ছেলেশিশুকে মায়েরা বোঝাতে পারেন। শিশুদের সঙ্গে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তারা স্বস্তিবোধ না করলেও তাদের সঙ্গে আলাপ করতে হবে। তাদের পথ দেখাতে হবে।’
তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের সংসারে তৈমুর ও জাহাঙ্গীর নামে দুই পুত্রসন্তান রয়েছে। নিজের ছেলেদের সঙ্গেও বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বলে জানান কারিনা।