অনুরাধা পাড়োয়াল ও আসিফের ‘চিরদিনের জীবনসঙ্গিনী’
বাংলাদেশের একটি গানে বলিউডের আলোচিত সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়ালের সঙ্গে দ্বৈতকণ্ঠ দিচ্ছেন বাংলাদেশের সংগীতশিল্পী আসিফ আকবর। ‘চিরদিনের জীবনসঙ্গিনী’ শিরোনামে গানটির সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। এটি লিখেছেন কবির বকুল। ৪ মার্চ দুপুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে অনুরাধার কণ্ঠে গানটির রেকর্ডিং হয়। তবে ভিসা জটিলতার কারণে আসিফ আকবর সেখানে যেতে পারেননি। গানটিতে কণ্ঠ দিতে শিগগির ভারতে যাবেন তিনি।
এর আগে কবিতা কৃষ্ণমূর্তি, শ্রেয়া ঘোষালদের সঙ্গে গান করার সুযোগ হয়েছে আসিফ আকবরের। প্রথমবার অনুরাধা পাড়োয়ালের সঙ্গে গাইবেন। এ ব্যাপারে আসিফ বলেন, ‘অনুরাধা ভারতের একজন বিখ্যাত সংগীতশিল্পী। তাঁর সঙ্গে গাইতে পারাটা অনেক সম্মানের। আমি মনে করি, এটি আমার ছোট্ট সংগীতজীবনে আর্কাইভ হয়ে থাকবে। আমার ক্যারিয়ারে নতুন পালক যোগ হবে।’
এর আগে আসিফের আরও একটি গান সুর ও সংগীত করার সুযোগ হয়েছে রাজা কাশেফের। তিনি বলেন, ‘আসিফ ভাই আমার পছন্দের একজন শিল্পী। তাঁর এমন দরাজ কণ্ঠ আমার প্রিয়। অনুরাধাজি গানটিতে কণ্ঠ দিয়েছেন। ভিসা জটিলতায় আসিফ ভাই আসতে পারেননি। তাড়াতাড়িই আসবেন। দুজনের কণ্ঠে গানটি দারুণ হবে আমার বিশ্বাস। কারণ, এমন রোমান্টিক গানে অনুরাধা পাড়োয়ালের সঙ্গে আসিফের মতো এমন একটি কণ্ঠ দরকার ছিল।’
রাজা কাশেফ জানালেন কিছুদিনের মধ্যে যুক্তরাজ্যের লোকেশনে গানটির ভিডিও ধারণ হবে। আগামী মে মাসে যুক্তরাজ্যে গানটির ভিডিও প্রকাশের অনুষ্ঠান হবে। আসিফ আকবরের নিজের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশের কথা আছে।