এক মঞ্চে গাইলেন মেয়ে, বাবা পার্থ বড়ুয়া বললেন, জীবনের সেরা মুহূর্ত
প্রতিষ্ঠার ৫০ বছর পার করছে ব্যান্ড সোলস। এ উপলক্ষে দেশ ও দেশের বাইরে কনসার্টে গাইছে দেশের ঐতিহ্যবাহী গানের দলটি। এই মুহূর্তে দলটি আছে অস্ট্রেলিয়ায়। গতকাল রোববার মেলবোর্নের একটি মঞ্চে গান পরিবেশন করে দলটি। সেখানে থাকা দর্শক–শ্রোতা অসাধারণ এক দৃশ্যের সাক্ষী হয়েছেন। একই মঞ্চে একপর্যায়ে চমক হিসেবে তাঁরা গান উপভোগ করেছেন পার্থ বড়ুয়ার মেয়ে রূপা বড়ুয়ার কণ্ঠে।
বাপ–বেটির মঞ্চে গাওয়ার মুহূর্তটি ছড়িয়ে পড়ে ফেসবুকে। স্থিরচিত্রে দেখা যায়, গিটার বাজাচ্ছেন বাবা পার্থ বড়ুয়া আর মঞ্চে গাইছেন তাঁর মেয়ে রূপা বড়ুয়া। মেলবোর্নের উইলিয়ামস টাউন মিলনায়তনে আগত সংগীতপ্রেমীরা এমন দৃশ্যের সাক্ষী হয়েছেন।
গত রোববার সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে বাবার সঙ্গে ‘রাত এখনো বাকি’ গানটি গেয়েছেন রূপা। মেয়ের সঙ্গে একই মঞ্চে গান—বাবা পার্থ বড়ুয়া এটিকে তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত মনে করছেন।
৫০ বছর পূর্তি উপলক্ষে গান প্রকাশের পাশাপাশি নিয়মিত কনসার্টেও গাইছে ‘সোলস’। এরই অংশ হিসেবে মেলবোর্নের উইলিয়ামস টাউন হলে মিউজিক্যাল নাইট অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দলটি। পার্থ বড়ুয়া বললেন, ‘রূপা প্রচণ্ড রকম মিউজিক লাভার। তবে আমাদের বাবা–মেয়ের একসঙ্গে কোনো দিন কোনো মঞ্চে গাওয়া হয়নি।
কিন্তু এর আগে অস্ট্রেলিয়ার দুটি কনসার্টে ফাহমিদা নবী আপা ও এলিটার সঙ্গে মঞ্চে উঠেছিল। গানও গেয়েছিল। আর এবার তো আমরা মঞ্চে গাওয়ার একটা পর্যায়ে নাসিম ভাই (নাসিম আলী খান) রূপাকে ডেকে নেন। এরপর রূপা গানটি শ্রোতাদের সামনে গায়। আমার জীবনে অনেক স্মরণীয় মুহূর্ত এসেছে, তবে এই মুহূর্তের ভালো লাগা অসীম। এটা ভাষায় প্রকাশ করতে পারব না। জীবনের সেরা মুহূর্ত হিসেবে থাকবে।’
পার্থ বড়ুয়ার মেয়ে রূপা মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে সেখানেই চাকরি করছেন। নাসিম আলী খানের পর এদিন আবারও মঞ্চে ওঠেন রূপা। নকিব খানের আমন্ত্রণে পার্থ বড়ুয়া ও রূপা বড়ুয়া ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’ গানের সঙ্গে হারমোনাইজ করেন বলে জানান।
মেলবোর্ন থেকে রূপা বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমার জীবনে এ রকম অভিজ্ঞতা এই প্রথম। বাবা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম। বাবার সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ কখনো আমার জীবনে আসবে, এটা কল্পনাও করিনি। আমি খুবই ভাগ্যবান। এর বেশি আর কীভাবে বলতে হয়, তা আমার জানা নেই।’
জানা গেছে, মেলবোর্নে এই মিউজিক্যাল নাইট শোর আয়োজন করেছিল আইকনিক ট্রেড অস্ট্রেলিয়া নামের একটি প্রতিষ্ঠান। ২৩ সেপ্টেম্বর দেশটির অ্যাডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে আরও দুটি কনসার্টে গান গাইবে ‘সোলস’। এরপর ঢাকায় ফিরবে দলটি।