মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির জনক! অভিজিতের মন্তব্য ঘিরে বিতর্ক
শুভংকর মিশ্রর পডকাস্টে প্লেব্যাক গায়ক অভিজিৎ মন্তব্য করেছেন, মহাত্মা গান্ধী ভারত নন পাকিস্তানের জাতির জনক ছিলেন।
শুভংকর মিশ্রের পডকাস্টে অভিজিৎ এদিন নানা বিষয়ে কথা বলেন। তাঁর কথায়, ভারত আগে থেকেই ছিল, পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে। তাই অভিজিৎ মনে করেন, ‘গান্ধীকে ভুল করে ভারতের জাতির জনক বলা হয়েছে। তাঁর জন্যই পাকিস্তান তৈরি হয়েছে। পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যায়।’
এখানেই থামেননি অভিজিৎ। তিনি আরও বলেন, গানের জগতে আর ডি বর্মণ ছিলেন ‘জাতির জনক’। তিনি মহাত্মা গান্ধীর চেয়েও মহান মানুষ ছিলেন। যদিও বেশ কিছু কারণ ব্যাখ্যা করেছেন শিল্পী।
গায়কের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই তাঁর এহেন মন্তব্যের সমালোচনা করেছেন। অভিজিতের এই বক্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরাও।
কেউ বলেন, ‘তিনি জাতির জনক ছিলেন কি ছিলেন না, তা ঠিক করার আপনি কে?’ কারও মতে, ‘অভিজিতের থেকে ভালো কিছু আশা করাই যায় না। এ ধরনের মানুষেরা বড় চেয়ারে বসে বাজে কথা বলেন।’
তবে শুধু মহাত্মা গান্ধীকে নিয়েই নয়, এই সাক্ষাৎকারে শাহরুখ থেকে সালমান—সবাইকে নিয়েই মন্তব্য করেছেন অভিজিৎ। শাহরুখের সঙ্গে কেন তিনি আর কখনো কাজ করতে চান না, সে কথাও যেমন বলেছেন, তেমনই সালমান খান প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘সালমান এখনো সেই জায়গায় যায়নি, যে তাঁকে নিয়ে আলোচনা করবেন।’