কোটা সংস্কার আন্দোলনের ভিডিও শেয়ার করে কী লিখলেন অঞ্জন দত্ত
কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছিল। শনিবার কোটা সংস্কার আন্দোলনে পাখির চোখে ধারণ করা ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন ভারতীয় সংগীতশিল্পী ও নির্মাতা অঞ্জন দত্ত। ভিডিওতে শোনা গেছে, ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা।’
গতকাল রোববার ভিডিওটি শেয়ার করে অঞ্জন দত্ত লিখেছেন, ‘এই শব্দটা দারুণ শোনাচ্ছে।’
কোটা সংস্কার আন্দোলনে তোলা এক রিকশাচালকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, কপালে বাংলাদেশের পতাকা বেঁধেছেন। রিকশায় দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের দিকে ‘স্যালুট’ জানাচ্ছেন তিনি।
বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতেও ছবিটি নিয়ে আলোচনা চলছে। আলোচিত ছবিটি ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও ফেসবুকে পোস্ট করেছেন।
হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়ে শনিবার তিনি লিখেছেন, ‘তোমার মনে যেজন আছে, আমার মনেও সেজন আছে। বারবার, প্রতিবছর এমন ছবি দেখা যায় না। কালে কালে দেখা যায়।’
এর আগে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের আঁকা ছবি ফেসবুকে পোস্ট করে ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছিলেন, ‘অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব, বাংলাদেশ শান্ত হবে।’
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিও। মিথিলা-কন্যা আইরার আঁকা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ও মিথিলার স্বামী সৃজিত মুখার্জি।
সেই ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় কিছু মৃতদেহ পড়ে রয়েছে। পাশে কিছু মানুষের জমায়েত।
তাঁদের কারও হাতের পোস্টারে ইংরেজিতে লেখা, ‘আমরা বিচার চাই।’ কোনো ব্যানারে লেখা হয়েছে, ‘আমরা স্বাধীনতা চাই।’ ছবিটির ওপরের দিকে রয়েছে দেশাত্মবোধক গানের কথা, ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি।’
মেয়ের আঁকা ছবিটি ভাগ করে নিয়ে সৃজিত লিখেছেন, ‘সম্ভবত আমার ছোট্ট রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি।’
এরই সঙ্গে সৃজিত জানিয়েছেন, তিনি মেয়েকে নিয়ে যতটা গর্বিত, আইরার মা রাফিয়াত রশিদ মিথিলা ও বাবা তাহসান রহমান খানও ততটাই গর্বিত।
ভারতীয় শিল্পীদের মধ্যে কবীর সুমন, দেবসহ আরও অনেকে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়েছেন।