নিউইয়র্কের রাস্তায় কাকে চুমু খেলেন সেলেনা

সেলেনা গোমেজ
ইনস্টাগ্রাম

অনেক দিন ধরেই গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ ‘একা’। মাঝে বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের গুঞ্জন রটলেও পরে তাঁদের সঙ্গে সম্পর্কের সত্যতা পাওয়া যায়নি। অন্যদিকে ব্রিটিশ গায়ক জায়ান মালিকের সঙ্গে মডেল জিজি হাদিদের সম্পর্কও ভেঙে গেছে। সেলেনা ও জায়ান জায়ান সম্ভবত এবার নতুন প্রেমিক জুটি হতে চলেছেন। দিন কয়েক আগে তাঁদের চুম্বনরত অবস্থায় পাওয়া গেছে নিউইয়র্কের একটি রাস্তায়। খবর এন্টারটেইনমেন্ট টুনাইটের।

ঘটনা গত বৃহস্পতিবার রাতের। নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় ডিনার শেষে চুম্বনরত অবস্থায় পাওয়া যায় সেলেনা গোমেজ ও জায়ান মালিককে।

জায়ান মালিক
ইনস্টাগ্রাম

জানা গেছে, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার শেষ করে রাস্তায় হাত ধরে হাঁটছিলেন তাঁরা।

হাঁটতে হাঁটতে একপর্যায়ে তাঁদের চুমু খেতে দেখা যায়। তাঁরা যে প্রেম করছেন—এমন খবর কারও কাছে ছিল না। ফলে, তাঁদের এই ঘনিষ্ঠতা আসে বড় এক চমক হয়ে। এই দুই তারকা এখন প্রেম করছেন কি না, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

এন্টারটেইনমেন্ট টুনাইটের পক্ষ থেকে সেলেনা ও জায়ানের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জায়ান মালিকের সঙ্গী ছিলেন জিজি হাদিদ। একসঙ্গে তাঁদের এক সন্তানও আছে। তবে দুই বছর আগে তাঁদের সম্পর্ক চুকেবুকে যায়। অন্যদিকে জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর স্থায়ী কোনো সম্পর্কে জড়াননি সেলেনা।