বিটলস, বব মার্লেকে দেখে অনুপ্রাণিত, অ্যালবাম থেকে বিরতি নিচ্ছে কোল্ডপ্লে
অ্যালবাম থেকে বিরতি নিচ্ছে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। ১২তম অ্যালবাম প্রকাশের পর আর কোনো নতুন অ্যালবাম করবে না ব্যান্ডটি।
অ্যালবাম থেকে গুটিয়ে নেওয়ার বিষয়ে গত বছরও কথা বলেছেন ক্রিস মার্টিন। গত মঙ্গলবার রেডিও ডিজে জেন লোকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি আরও খোলাসা করেছেন তিনি।
ক্রিস মার্টিন, ১২তম অ্যালবামই হবে শেষ অ্যালবাম; এরপর আর কোনো অ্যালবাম রেকর্ড করবেন না তাঁরা।
কেন এই সিদ্ধান্ত? জানতে চাইলে বিটলস ও বব মার্লেকে দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানান ক্রিস মার্টিন। বিটলস, বব মার্লের অ্যালবামের সংখ্যাকে উদাহরণ হিসেবে নিয়েছে কোল্ডপ্লে।
কোল্ডপ্লের দশম অ্যালবাম ‘মুন মিউজিক’ প্রকাশিত হবে ৪ অক্টোবর। এরপর আর দুটি অ্যালবাম করবে কোল্ডপ্লে। বছর দুয়েক পর কোল্ডপ্লের ১২তম অ্যালবাম বের হবে। এরপর ব্যান্ড হিসেবে কোনো অ্যালবাম না করলেও ব্যান্ডের সদস্যরা এককভাবে গান চালিয়ে যাবেন।
এরপর আগামী জানুয়ারিতে মুম্বাইয়ে ‘মিউজিক অব দ্য স্পেয়ারস’ ট্যুরে গাইবে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে।
আট বছর পর ভারতে গাইতে আসছে কোল্ডপ্লে। আগামী ১৮, ১৯ ও ২১ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গাইবে ব্যান্ডটি।