ট্রেনে আগুন দেওয়ার নৃশংসতা নিয়ে শহরতলীর গান
২০২৩ সালের ডিসেম্বর, রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। যেখানে একজন বাবা চোখের সামনে অসহায়ের মতো তাঁর স্ত্রী-শিশুসন্তান তথা পুরো পরিবারকে পুড়তে দেখে! সেই নৃশংসতাকে কেন্দ্র করে গান বেঁধেছে ব্যান্ড শহরতলী, যার শিরোনাম ‘অসমাপ্ত’। গানটি লিখেছেন ব্যান্ডটির বেজিস্ট রাজীবুর রহমান। গত ২২ জানুয়ারি গানটি প্রকাশ পায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে।
গানটি নিয়ে ব্যান্ডটির ভোকাল মিশু খান প্রথম আলোকে বলেন, ‘সভ্যতাকে হোমো ইরেক্টাসের যে আগুন গড়েছে, আজ সে আগুনেই খুন হয় নিরীহ মানুষ, আমরা ভুলে যাই বলেই হয়তো আমরা এগোতে পারি। তবে কিছু কিছু ঘটনা কি সত্যিই ভোলা যায়? আগুন–সন্ত্রাসের পৈশাচিকতা যুগে যুগে আমাদের কাঁদিয়েছে, কেড়ে নিয়েছে কত পরিবারের পরিজন; শহরতলী সেই ভুলে যাওয়া আমাদের আবারও স্মরণ করিয়ে দিতে চায় তার ধারাবাহিক জাগরণের বোধ থেকে, যে আধুনিকায়নের এবং প্রতিযোগিতার বিশ্বায়নে একশ্রেণির স্বার্থান্বেষী আমাদের কোন জাতীয়তার পরিচয়ে পরিচিত করছে।
উদ্বেগের কথা, “এখানেই শেষ নয়” কাল হয়তোবা আজ, অন্য কোনো কৌশলে আপনার কিংবা আমার আগুন–সন্ত্রাস থেকে বেঁচে থাকা প্রশ্নবিদ্ধ হয়েই থাকব?’
অসমাপ্ত গানটির সুর করেছেন মিশু খান। মিক্স-মাস্টারিং করেছেন মাহিবুল হাসান মাহিম। আর্ট-অ্যানিমেশন করেছে হাইপার কাটস প্রোডাকশন।
ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন মিশু খান (ভোকাল, রিদম গিটার), জিল্লুর রহমান সোহাগ (পারফর্মিং ভোকাল), সাদি মোহাম্মাদ (কি-বোর্ড), মাহবুবুল আকরাম রবি (ড্রামস), রাজীবুর রহমান (বেজ গিটার) ও মাহিবুল হাসান মাহিম (সাউন্ড ইঞ্জিনিয়ার)।