বিটিএস, টেলর সুইফটকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন নব্বইয়ের এই জনপ্রিয় গায়িকা
প্রায় এক হাজার ভারতীয় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁকে বলা হয় ‘কুইন অব প্লেব্যাক সিংগিং’। নব্বইয়ের দশকে হিন্দি সিনেমা মানেই যেন তাঁর রোমান্টিক গান। তিনি আর কেউ নন, অলকা ইয়াগনিক। ৫৬ বছর বয়সী এই গায়িকা গড়লেন বিশ্ব রেকর্ড। রেকর্ড করতে এই কণ্ঠশিল্পী পেছনে ফেলেছেন বিটিএস, ব্ল্যাক পিঙ্ক ও টেলর সুইফটের মতো জনপ্রিয় শিল্পীদের।
২০২২ সালে শ্রোতারা ইউটিউবে সবচেয়ে বেশি শুনেছেন অলকা ইয়াগনিকের গান। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে গড়ে প্রতিদিন ৪২ মিলিয়নবার শোনা হয়েছে তাঁর গান। ২০২২ সালে ১৫ দশমিক ৩ বিলিয়নবার স্ট্রিমিং হয়েছে অলকার গান। তারপরের স্থানে রয়েছে ব্যাড বানি (পুয়ের্তো রিকো)। তাঁর গান শোনা হয়েছে ১৪ দশমিক ৭ বিলিয়নবার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনে অলকাকে বলা হয়েছে বলিউডের সবচেয়ে ‘আইকনিক কণ্ঠ’।
সেরা পাঁচের বাকি তিনজনও ভারতীয়—উদিত নারায়ণ, অরিজিৎ সিং ও কুমার শানু। তাঁদের গান যথাক্রমে ১০ দশমিক ৮ বিলিয়ন, ১০ দশমিক ৭ বিলিয়ন ও ৯ দশমিক শূন্য ৯ বিলিয়নবার শোনা হয়েছে। অন্যদিকে বিটিএসের গান স্ট্রিমিং হয়েছে ৭ দশমিক ৯৫ বিলিয়ন বার, ব্ল্যাক পিংক ৭ দশমিক ০৩ বিলিয়ন ও টেইলর সুইফটের গান ৪.৩৩ বিলিয়ন বার। শুধু ২০২২ সালে নয় এর আগের দুবার সর্বোচ্চ স্ট্রিমিং হয়েছিল অলকা ইয়াগনিকের গান। ২০২১ সালে তাঁর গান শোনা হয়েছিল ১৭ বিলিয়ন ও ২০২০ সালে ১৬ দশমিক ৬ বিলিয়নবার।
চার্টমাস্টারের তথ্য অনুযায়ী ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে ২৫ শতাংশই ভারতীয়। অলকার গানের শ্রোতাদের ৮০ শতাংশই ছিলেন ভারতীয়। ভারতের বাইরে তাঁর গান সবচেয়ে বেশি শোনা হয়েছে পাকিস্তানে—৬৮৩ মিলিয়নবার।
প্রায় চার দশক ধরে ভারতীয় সংগীতের সঙ্গে যুক্ত অলকা ইয়াগনিক। এখনো অলকা সুরেলা কণ্ঠ দিয়ে মাতিয়ে রেখেছেন বলিউড। মাত্র ছয় বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন কলকাতায় জন্ম নেওয়া এই কণ্ঠশিল্পী। এ পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি।