সুজির গানে ফেরা

সুজিইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রী ও গায়িকা—দুই পরিচয়েই পরিচিতি পেয়েছেন কোরীয় তারকা সুজি। মাঝে বছর দুয়েক গান থেকে দূরে ছিলেন। শ্রোতাদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন এই কে–পপ গায়িকা।

প্রায় দুই বছর পর ‘কামব্যাক’ শিরোনামে নতুন একক গান নিয়ে ফিরছেন কে–পপ গার্ল গ্রুপ ‘মিস আ’-এর সাবেক গায়িকা। সুজির এজেন্সি ম্যানেজমেন্ট স্যুপের বরাতে কোরিয়া হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় গানটি প্রকাশিত হবে।

সুজি
ইনস্টাগ্রাম থেকে

এর আগে ২০২২ সালের অক্টোবরে ‘কেপ’ শিরোনামে একক গান প্রকাশ করেন সুজি। ২০২৩ সালের অক্টোবরে নেটফ্লিক্সের ‘ডুনা’ সিরিজের ‘অরডিনারি ডেজ’ ও ‘আন্ডারকভার’ গানে কণ্ঠ দেন। গানের পাশাপাশি আলোচিত এই সিরিজে অবসর নেওয়া এক কে–পপ আইডলের চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

প্রকাশের অপেক্ষায় থাকা ‘কামব্যাক’ প্রযোজনা করছেন কাং হিয়োন মিন, যিনি এর আগে সুজির ‘স্যাটেলাইট’ ও ‘কেপ’ গানও প্রযোজনা করেছেন। ২০১০ সাল থেকে মিস আ গ্রুপের সঙ্গে যাত্রা করেন তিনি। গায়িকা পরিচিতি পেতে শুরুর পরই নায়িকা হিসেবেও নাম লেখান।

সুজি
ইনস্টাগ্রাম থেকে

২০১১ সালে টিভি সিরিজ ‘ড্রিম হাই’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে সুজির। এরপর ‘ভ্যাগাবন্ড’, ‘স্টার্টআপ’সহ বেশ কয়েকটি সিরিজে দেখা গেছে তাঁকে। ২০১২ সালে ‘আর্কিটেকচার ১০১’ দিয়ে চলচ্চিত্রেও নাম লেখান সুজি।

আরও পড়ুন