গানে নয়, অভিনয়ে মন সেলেনার
মূলত গানের জন্যই পরিচিতি পেয়েছেন সেলেনা গোমেজ। তবে গত কয়েক বছরে গানের চেয়ে তাঁকে অভিনয় আর সঞ্চালনায়ই বেশি দেখা গেছে। স্মার্টলেস পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে সেলেনা নিজেই ইঙ্গিত দিয়েছেন যে তাঁর গানের ক্যারিয়ার শেষের দিকে।
ওটিটি প্ল্যাটফর্ম হুলুর সিরিজ ‘অনলি মার্ডার্স ই দ্য বিল্ডিং’ দিয়ে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান সেলেনা। ক্রাইম, কমেডি ঘরানার সিরিজটির অন্যতম প্রযোজকও তিনি। এই সিরিজের কল্যাণে টিভির সেরা অভিনেত্রী হিসেবে গত বছর গোল্ডেন গ্লোবে মনোনীত হয়েছিলেন, মনোনয়ন পেয়েছেন এবারও। অভিনয়ে এসে প্রশংসা আর স্বীকৃতি থেকেই সম্ভবত গানের ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্মার্টলেস পডকাস্টে সেলেনা বলেন, ‘গানের সঙ্গে আমার যাত্রাটা খুব উপভোগ্য ছিল। কনসার্টে–কনসার্টে ঘোরাটাও ছিল দারুণ ব্যাপার। তবে এখন টিভিতে কাজ করেও খুব আনন্দ হচ্ছে, আমি এটা চালিয়ে যেতে চাই।
অভিনয় ক্যারিয়ারে থিতু হতে চাই।’ চলতি বছরই সেলেনার নতুন গানের অ্যালবাম আসতে পারে। এটিই যে তাঁর শেষ অ্যালবাম হতে পারে, সাক্ষাৎকারে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি, ‘মনে হয় আমার আর একটিমাত্র অ্যালবাম মুক্তি পাবে, এরপর সম্ভবত আমি অভিনয়কেই প্রাধান্য দেব।’
খুব অল্প বয়স থেকেই গান আর অভিনয় মিলিয়ে ব্যস্ত সময় পার করেছেন সেলেনা গোমেজ। মূলত কাজের চাপ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেও সংগ্রাম করতে হয়েছে, মাঝখানে চিকিৎসা নিতে পুনর্বাসনকেন্দ্রেও ভর্তি হতে হয়েছিল। এ ছাড়া তরুণ বয়সেই কিডনিও প্রতিস্থাপন করতে হয়েছে তাঁর।
এই গায়িকা-অভিনেত্রী জানান, মানসিকভাবে চাঙা থাকতে গান বা অভিনয়ের যেকোনো একটা বেছে নিতে হতো তাঁকে। কারণ, দুইয়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চ্যালেঞ্জ নিতে গিয়ে নানা ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়তে হয়েছে তাঁকে।
অভিনয় ছাড়া এইচবিও ম্যাক্স ও ফুড নেটওয়ার্কে প্রচারিত রান্নার অনুষ্ঠান ‘সেলেনা প্লাস শেফ’ও সঞ্চালনা করেন সেলেনা গোমেজ। ২০২০ সাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। সেলেনা নিজেও রান্নার অনুষ্ঠানের সঞ্চালনা বেশ উপভোগ করেন। আগামী সময়টায় সঞ্চালনা ও অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান। এ ছাড়া নানা ধরনের ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি, সেদিকটাও তো খেয়াল রাখতে হবে।
২০২০ সালে সেলেনার শেষ একক অ্যালবাম ‘রেয়ার’ মুক্তি পেয়েছে।