বানভাসিদের জন্য শিরোনামহীনের তিন কনসার্ট

শিরোনামহীন ব্যান্ডের সদস্যেরাফেসবুক থেকে

বানভাসিদের সহায়তায় তিনটি কনসার্টে গেয়েছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা ও রাজশাহীতে আরও দুটি কনসার্টে গাইবে ব্যান্ডটি।

ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান গতকাল প্রথম আলোকে জানান, একাত্তরেও সংগীতশিল্পীরা মানুষের পাশে ছিল। ১৯৮৮ সালেও বন্যাদুর্গত মানুষদের জন্য কনসার্ট করেছেন শিল্পীরা।

জিয়াউর রহমানের ভাষ্যে, ‘আমরা তো গানটাই করি, ফলে ওটা নিয়েই দাঁড়িয়ে যাই।’

এর মধ্যে ৩ সেপ্টেম্বর রাজশাহীর সিঅ্যান্ডবি মোড়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল অডিটরিয়ামে ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিমস রিকনস্ট্রাকশন’ কনসার্টে গাইবেন জিয়াউর রহমান, শেখ ইশতিয়াকরা।

৬ সেপ্টেম্বর আরেক কনসার্ট ঢাকায় ব্যান্ডটির কনসার্ট রয়েছে। মাদানি অ্যাভিনিউয়ের গ্রিনভিল আউটডোরসে ‘ঢাকা রক কার্নিভাল: সেশন ১–স্বাধীন বাংলা বেতার’ শীর্ষক কনসার্টেও থাকবে শিরোনামহীন। এতে সোনার বাংলা সার্কাস, কার্নিভালসহ কয়েকটি ব্যান্ড থাকছে।

কনসার্টে বন্যাদুর্গত মানুষের জন্য নগদ অর্থ ও ত্রাণ সংগ্রহ করা হবে। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে চারুকলা পরিবারের উদ্যোগে ‘বানভাসিদের পাশে বকুলতলার গান’ কনসার্টেও গেয়েছেন তাঁরা। দুই দিনের এই কনসার্টে আপেক্ষিক, সর্বনাম, হাইওয়েসহ কয়েকটি ব্যান্ডের পরিবেশনা ছিল।

শিরোনামহীন ব্যান্ডের সদস্যেরা
ছবি: আশরাফুল আলম

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জরুরি সংযোগ’ শীর্ষক কনসার্টে শিরোনামহীনসহ কয়েকটি ব্যান্ড ছিল। কনসার্টে ২১ লাখ টাকার বেশি ত্রাণ তহবিলে জমা পড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাসসহ কয়েকটি ব্যান্ডের ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ থেকে আট লাখের মতো অর্থ উঠেছে।

আন্দোলনের মধ্যে ‘কেন’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন শিরোনামহীন। ব্যান্ডের লাইনআপে রয়েছেন বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান, ড্রামার কাজী আহমেদ শাফিন, ভোকালিস্ট শেখ ইশতিয়াক, গিটারিস্ট দীপু সিনহা ও কি–বোর্ডিস্ট সাইমন চৌধুরী।