রাতে তিন ঘণ্টার বেশি ঘুমান না, নাশতা ও দুপুরে খান না বিটিএসের সুগা

২০১৩ সালে বিটিএসে যোগ দেন সুগাছবি: বিগ হিট মিউজিক

‘পাঁচ–ছয় বছর ধরে আমি রাতে তিন ঘণ্টার বেশি ঘুমাইনি’—বলছিলেন বিশ্বজুড়ে আলোচিত ব্যান্ড বিটিএসের সদস্য সুগা। গতকাল ইউটিউবে প্রচারিত এক টক শোতে এ কথা জানান তিনি। খবর দ্য কোরিয়া টাইমসের


‘দেউনদেউন’ নামের এক ইউটিউব চ্যানেলের সেই টক শোতে দক্ষিণ কোরিয়ার শিল্পী সুগা জানান, রাতে তিন ঘণ্টার বেশি না ঘুমালেও দিনে কাজের ফাঁকে সময় পেলে ঘুমিয়ে নেন তিনি।

তাঁর প্রথম একক অ্যালবাম ‘ডি–ডে’ প্রকাশ করা হবে ২১ এপ্রিল
ছবি: বিগ হিট মিউজিক

তাঁর ভাষ্যে—‘দিনের বেলা অল্প সময় পেলে ঘুমানোর অভ্যাস গড়ে তুলেছি। কারণ, আমরা খুব ব্যস্ত থাকি; অপেক্ষা করতে করতেই অনেকটা সময় কেটে যায়। আমি সব সময় একটি মাদুর সঙ্গে নিয়ে ঘুরি, অপেক্ষার সময়গুলোতে ঘুমানোর চেষ্টা করি।’
ঘুমানোর পাশাপাশি নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন সুগা। তিনি জানান, দিনে দুবার খান—একবার রাতে, আরেকবার মধ্যরাতে। তবে তাঁর খাওয়ার অনিয়ম নিয়ে বাবা উদ্বিগ্ন থাকতেন, সুগাকে নিয়মিত খাবার গ্রহণের তাগিদ দেন তিনি।


সুগা বলেন, ‘আমার বাবা বিশ্বাস করেন, দিনে তিনবার খাওয়া খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি সকালের নাশতা ও দুপুরের খাবার খাই না। বিষয়টি নিয়ে আমাকে বারবার তিনি সতর্ক করেছেন।’
২০১৩ সালে বিটিএসে যোগ দেন সুগা। তাঁর প্রথম একক অ্যালবাম ‘ডি–ডে’ প্রকাশ করা হবে ২১ এপ্রিল।

আরও পড়ুন