লিনকিন পার্কের ফেরা

লিনকিন পার্কে সহ–ভোকালিস্ট হিসেবে যোগ দেন ডেড সারা ব্যান্ডের প্রধান ভোকালিস্ট এমিলি আর্মস্ট্রংছবি: লিনকিন পার্কের ফেসবুক পেজ থেকে

প্রধান ভোকালিস্ট চেস্টার চার্লস বেনিংটনের মৃত্যুর পর থমকে ছিল লিনকিন পার্ক। প্রায় সাত বছর পর আবারও গানে ফিরেছে আইকনিক রক ব্যান্ডটি।

লিনকিন পার্কে সহ–ভোকালিস্ট হিসেবে যোগ দেন ডেড সারা ব্যান্ডের প্রধান ভোকালিস্ট এমিলি আর্মস্ট্রং। ব্যান্ডের সহ–প্রধান ভোকালিস্ট মাইক শিনোডার সঙ্গে গাইবেন এমিলি।

২০১৭ সালে চেস্টার চার্লস বেনিংটনের আত্মহত্যার পর কার্যত অচল ছিল লিনকিন পার্ক। ব্যান্ডটি আবারও গানে ফিরবে কি না, তা নিয়ে সংশয়ও ছিল। অনেকটা চমকে দিয়ে ৫ সেপ্টেম্বর ব্যান্ডের নতুন লাইনআপ ঘোষণা করে লিনকিন পার্ক।

নবযাত্রায় নতুন দুই সদস্য যোগ করেছে এই ব্যান্ড। রব কর্ডনের স্থলাভিষিক্ত হিসেবে যোগ দেন কলিন ব্রিটেন। বাকি সদস্যদের মধ্যে রয়েছেন গিস্টারিস্ট ব্র্যাড ডেলসন, জো হান ও বেজিস্ট ফোনিক্স।

আগামী ১৫ নভেম্বর অষ্টম স্টুডিও অ্যালবাম ফ্রম জিরো প্রকাশের ঘোষণা দিয়েছে লিনকিন পার্ক। ৫ সেপ্টেম্বর অ্যালবাম শীর্ষ গান ‘দ্য এম্পটিনেস মেশিন প্রকাশিত হয়েছে।

একই দিনে লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টে দেখা গেছে মাইক শিনোডা, এমিলি আর্মস্ট্রংদের। ‘লস্ট’, ‘দ্য এন্ড’, ‘ওয়েটিং ফর দ্য এন্ড’–এর মতো লিনকিন পার্কের ব্যান্ডের ক্ল্যাসিক হিট গানগুলো পরিবেশন করেছেন তাঁরা। কনসার্টটি লিনকিন পার্কের অফিশিয়াল ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

ওয়ার্ল্ড ট্যুরও ঘোষণা করেছে লিনকিন পার্ক। ১১ সেপ্টেম্বর থেকে ‘ফ্রম জিরো ট্যুর শুরু হবে, শেষ হবে ১১ নভেম্বর। এর মধ্যে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, হামবুর্গ, লন্ডন, সিউলসহ আরও কয়েকটা শহরে গাইবে ব্যান্ডটি।

আরও পড়ুন