নতুন গান নিয়ে নাফিস
নব্বইয়ের দশকের শেষ ভাগে ‘এই দেশে এক শহর ছিল’ গানটি দিয়ে আলোচনায় আসেন নাফিস কামাল। গানটি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর গত ফেব্রুয়ারিতে আবার গানে ফিরেছেন নাফিস। চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের স্মরণে প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীর লেখা ‘স্মরণে ঋত্বিক’ গানে কণ্ঠ দেন তিনি। তখনই জানিয়েছিলেন, এবার নিয়মিতই দর্শকদের জন্য গাইবেন।
কথা রেখেছেন নাফিস, প্রকাশ পেতে যাচ্ছে তাঁর নতুন গান ‘এখনো সেই পথে’। আজ ২৮ মার্চ সন্ধ্যায় গানটি প্রকাশ পাবে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল, প্রথম আলো ইউটিউব ও ফেসবুক পেজ এবং শিল্পী নাফিস কামালের ইউটিউব চ্যানেলে।
‘এখনো সেই পথে’ গানের কথা লিখেছেন আসিফ আলতাফ, সংগীতায়োজন পাভেল আরিনের। ভিডিও চিত্রের নির্দেশনায় ছিলেন ইশতিয়াক মাহমুদ আর প্রযোজনায় ইয়াসির মাহমুদ।
নাফিস কামাল প্রথম আলোকে জানান, সংগীত পরিচালক পাভেল আরিনের স্টুডিও রুমে বাল্যবন্ধু ইয়াসির মাহমুদ খান, আসিফ আলতাফ ও ইশতিয়াক মাহমুদের সঙ্গে গল্প করতে করতেই গানটির পরিকল্পনা হয়।