আজ থেকে ৬ নম্বর রাস্তাটা ফকির আলমগীর সড়ক
মুক্তিযুদ্ধের সময় থেকেই খিলগাঁও এলাকায় থাকতেন ফকির আলমগীর। ২৩ বছর ধরে খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কে বাড়ি বানিয়ে বসবাস করছে তাঁর পরিবার। করোনায় মারা যাওয়ার আগে বরেণ্য এই শিল্পীর খুব ইচ্ছা ছিল, যে সড়কে তাঁর বাড়ি, তার নাম যেন তাঁর নামেই হয়। মৃত্যুর কয়েক মাস আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কাছে এমন একটা ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন শিল্পী। জীবিত অবস্থায় ইচ্ছাটাকে বাস্তবায়িত হতে দেখে যেতে পারেননি তিনি। তাঁর মৃত্যুর দুই মাসের মাথায় সিটি করপোরেশনের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কের নাম ফকির আলমগীরের নামে করা হবে।
ফকির আলমগীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আজ রোববার সকাল ১০টায় সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। গতকাল শনিবার দুপুরে এমনটাই জানিয়েছেন গণসংগীতশিল্পীর ছেলে মাশুক আলমগীর।
তিনি বলেন, ‘বাবা বেঁচে থাকলে এমন উদ্যোগে ভীষণ খুশি হতেন।’ সড়কে একটি ফলকও থাকবে, সেখানে একনজরে ফকির আলমগীর সম্পর্কে জানতে পারবেন পথচারীরা।
জানা গেছে, আজকের অনুষ্ঠানে ফকির আলমগীরের গান গেয়ে শোনাতে পারেন মেয়র। মাশুক বলেন, ‘তিনি বাবার গান চমৎকার গাইতে পারেন, নিয়মিত প্র্যাকটিসও করেন।’
এলাকার গণমান্য ব্যক্তিত্ব ও সংস্কৃতিজনেরাও সেখানে উপস্থিত থাকবেন।
দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘কথা গানে ফকির আলমগীরকে স্মরণ’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করেছে ঋষিজ শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানে স্মৃতিচারণার পাশাপাশি আবৃত্তি ও গান পরিবেশন করা হবে।