বিরতি নেবেন অ্যাডেল
অনুরাগীদের ভীষণ মিস করবেন তিনি, তবু সিদ্ধান্তটা নিতেই হলো। সংগীত থেকে বিরতি নেবেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল। নভেম্বরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘উইকেন্ড উইথ অ্যাডেল’ কনসার্টের পর বিরতি নেবেন তিনি।
গত শনিবার জার্মানির মিউনিখে কনসার্টে এ ঘোষণা দেন ‘ইজি অন মি’ গায়িকা। এর মধ্য দিয়ে জার্মানিতে ১০টি শো শেষ করেছেন তিনি।
কনসার্ট শেষে ৩৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘লস ভেগাসে কনসার্টের পর তোমাদের সঙ্গে আমার দীর্ঘদিন দেখা হবে না। বিরতির মধ্যে আমি তোমাদের হৃদয়ে ধরে রাখব।’
মঞ্চে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন অ্যাডেল। তিনি বলেছেন, ‘গত সাত বছর ধরে নিজেকে নতুন করে গড়ছি। আমি আমার জীবনে যাপন করতে চাই, যেই জীবনটা আমি গড়েছি। আমি তোমাদের ভীষণভাবে মিস করব।’
গ্র্যামিজয়ী এই গায়িকা গত ২ আগস্ট থেকে জার্মানিতে ছিলেন। সেখানে ১০টির মতো কনসার্টে গেয়েছেন তিনি।
এই বছরের ২৫ অক্টোবর থেকে ২৩ নভেম্বর লাস ভেগাসে ১০টি কনসার্ট রয়েছে তাঁর। এই কনসার্টের পরপরই বিরতি নেবেন তিনি।