৪ সপ্তাহে ৫ কোটি ভিউ, ‘কিশোরী’ শুনে কী বলছেন শ্রোতারা

গানটিতে ‘লিপ সিং’ করেছেন টালিগঞ্জের অভিনেতা দেব ও ইধিকা পালছবি: এক্স থেকে

‘খাদান’ সিনেমা মুক্তিরও প্রায় দুই সপ্তাহ আগে প্রকাশিত হয়েছে ‘কিশোরী’; গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

গত ৫ ডিসেম্বর প্রকাশিত গানটিতে ‘লিপ সিং’ করেছেন টালিগঞ্জের অভিনেতা দেব ও ইধিকা পাল। ‘কিশোরী’ গেয়েছেন রথিজিৎ ভট্টাচার্য ও অন্তরা মিত্র। সুর করেছেন করেছেন রথিজিৎ। কথা লিখেছেন ঋতম সেন।

মুক্তির চার সপ্তাহের ব্যবধানে সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে পাঁচ কোটির বেশিরবার দেখা হয়েছে। ইউটিউবের বাইরে ইনস্টাগ্রামেও ট্রেন্ডিংয়ে রয়েছে গানটি।
ইউটিউবে এখন পর্যন্ত প্রায় ৩১ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। সুদীপ্ত নামের এক শ্রোতা লিখেছেন, ‘প্রেমের জোয়ারে দুকূল ভেসেছে’—এই একটা লাইনের জন্য গানটি হিট হয়ে গেল।’ আরেক শ্রোতা লিখেছেন, ‘গানটা নেশায় পরিণত হয়ে গেল।’
গানে দেব ও ইধিকার রসায়নের প্রশংসা করছেন কেউ কেউ। জেসমিন আক্তার নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘দেব ও ইধিকা দুজনই তাঁদের বেস্টটা দিয়েছেন। এ জন্যই আমরা এত সুন্দর একটি গান পেয়েছি।’

‘খাদান’ ছবিটি ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেব ও যিশু। আরও আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন