নিজেই নিজের নাম বদলেছেন জনপ্রিয় এই গায়িকা

হিন্দি সিনেমার প্লেব্যাকে জনপ্রিয় নাম তিনি। গত ১৫ বছরে আলোচিত প্রায় সব সিনেমাতেই রয়েছে তাঁর গান। এই গায়িকার কণ্ঠের স্বতন্ত্র বৈশিষ্ট্য সহজেই শ্রোতাদের আপন করে নেয়। আজ তাঁর জন্মদিন। কে এই গায়িকা? হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-

১ / ৭
১৯৮৪ সালে জামশেদপুরের এক তামিল পরিবারের জন্ম তাঁর। আসল নাম অপেক্ষা রাও। তবে নামটি মোটেও পছন্দ ছিল না তাঁর। ফেসবুক থেকে
২ / ৭
অপেক্ষা রাও নাম বদলে তিনি নিজের নাম দেন শিল্পা রাও। তাঁর ভাষ্যে, শিল্পা নামটির সঙ্গেই তিনি বেশি একাত্মবোধ করেন। বুঝতেই পারছেন তিনি এই সময়ের আলোচিত গায়িকা শিল্পা রাও। ফেসবুক থেকে
৩ / ৭
শিল্পার গায়িকা হওয়ার পেছনে বড় অবদান সংগীতশিল্পী হরিহরনের। ১৩ বছর বয়সে প্রখ্যাত এই সংগীতশিল্পীর সঙ্গে দেখা হয়, হরিহরণকে দেখেই তিনি গায়িকা হওয়ার স্বপ্ন দেখতে থাকেন। ফেসবুক থেকে
৪ / ৭
২০০৭ সালে ‘আনোয়ার’ সিনেমার ‘তুসে নায়না’ দিয়ে প্লেব্যাক ক্যারিয়ার শুরু। প্রথম গানেই বাজিমাত, এরপর আর শিল্পাকে পেছনে ফিরে তাকাতে হয়নি বলাই বাহুল্য। ফেসবুক থেকে
৫ / ৭
ছোটবেলায় শিল্পীর বাবা ওস্তাদ আমির খান, মেহেদি হাসান, নুসরাত ফতেহ আলী খানের গান শুনতেন; এই শিল্পীরা শিল্পারও প্রেরণা। ফেসবুক থেকে
৬ / ৭
শিল্পার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে ‘খুদা জানে’, ‘ঘুঙরু’, ‘চালেয়া’, ‘বেশরম রং’, ‘কাভালা’, ‘বুলেয়া’, ‘তেরে হাওয়ালে’ ইত্যাদি। ফেসবুক থেকে
আরও পড়ুন
৭ / ৭
২০২১ সালে রিতেশ কৃষ্ণানকে বিয়ে করেন শিল্পা। বর্তমানে প্লেব্যাক আর কনসার্ট নিয়ে ব্যস্ত এই গায়িকা। ফেসবুক থেকে