গান নিয়ে লেনিনের এগিয়ে চলা
প্রায় দুই যুগ ধরে গাইছেন মীর শরীফ হাসান লেনিন, গায়ক ছাড়াও তিনি মডেলিং ও উপস্থাপনার সঙ্গেও যুক্ত। সম্প্রতি তিনি আলোচনায় তাঁর নতুন গান নিয়ে।
২০০০ সালে ‘নিঝুম রাতে’ অ্যালবাম দিয়ে সংগীতে পথচলা শুরু লেনিনের।
এরপর ‘ভালোবাসার ময়না আমার’, ‘লাল শাড়িতে ময়না আমার’, ‘প্রিয় থেকে প্রিয়জন’সহ তাঁর ছয়টি গানের অ্যালবাম প্রকাশিত হয়। এ পর্যন্ত শতাধিক মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন লেনিন, তাঁকে দেখা গেছে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও।
লেনিনের অন্যতম আলোচিত গান ‘স্বাধীনতা কখনো ঘোষণা হতো না।’ গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন লেনিন, সংগীতায়োজন ভারতের রকেট মণ্ডলের। গানটি লিখেছেন গায়কের মা হোসনে আরা।
গত বছরের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে হিন্দিতে গানটি প্রকাশ করেন লেনিন।
এবার ‘স্বাধীনতা কখনো ঘোষণা হতো না’ আসছে ইংরেজিতে। গানটি গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে।
এক বিবৃতিতে গায়ক বলেন, গানটিকে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে পৌঁছে দিতে ইংরেজিতে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
গায়ক আরও জানান, ‘স্বাধীনতা কখনো ঘোষণা হতো না’ ছাড়াও চলতি বছর তাঁর বেশ কয়েকটি গান মুক্তি পাবে।