আর বিরতিতে যেতে চান না​ দোলন

গানের ভিডিও চিত্রে দোলন ইসলাম।ছবি: শিল্পীর সৌজন্যে

২০ বছর পর ফিরছেন সংগীতশিল্পী দোলন ইসলাম। আনাস আলির কথা, সুর ও সংগীতে ‘ভালোবাসা চিরচেনা নয়’ গান নিয়ে ফিরছেন তিনি। চলতি মাসেই ভিডিও চিত্রসহ গানটি প্রকাশ করা হবে। এতে দেখা যাবে দোলন ও কানাডিয়ান মডেল সানজিকে। ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন শিল্পী নিজেই। গানটির তত্ত্বাবধানে রয়েছেন ঈশা খান দূরে।
দোলন ইসলাম এখন থাকেন কানাডার অন্টারিও রাজ্যে। সেখান থেকে হোয়াটসঅ্যাপে তিনি প্রথম আলোকে বলেন, ‘২০০৩ সালে আমি কানাডায় চলে আসি। এখান থেকে কিছুদিন গানের সঙ্গে যুক্ত থাকলেও ২০০৫ থেকে একেবারেই বিরতিতে চলে যাই। কয়েক দিন আগে ঈশা খান দূরে ভাই গানটি করার জন্য আমাকে চেপে ধরেন। উনি বললে তো আর কথা ফেলা যায় না। গানটির কথা ও সুর আনাস আলির। ওর মতো তরুণের সঙ্গে কাজ করা আমার জন্য বেশ ভালো অভিজ্ঞতা ছিল।’

২০০০ সালে ‘আজকের এই দিনে শুধু তোমার আমার’ গানের মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে পথচলা শুরু হয় দোলন ইসলামের।
ছবি: শিল্পীর সৌজন্যে

আর বিরতিতে যেতে চান না​ দোলন। তিনি জানান, এবার থেকে নিয়মিতই গান আসবে। দোলনের কথায়, ‘দূরে ভাইয়ের তত্ত্বাবধানে আমার আরও কিছু গান আসবে জি সিরিজের ব্যানারে। এবার থেকে শ্রোতারা নিয়মিত আমাকে পাবেন।’
দুই যুগ আগে ২০০০ সালে ‘আজকের এই দিনে শুধু তোমার আমার’ গানের মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে পথচলা শুরু হয় দোলন ইসলামের। পরের বছর প্রিন্স মাহমুদের তারকাবহুল মিক্সড ‘হারজিত’ অ্যালবামে ‘ভুলে যাব পেলে তোমায়’ গানটি তাঁকে পরিচিতি এনে দেয়।

একই বছর প্রকাশ পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘যদি’। এরপর প্রিন্স মাহমুদের মিক্সড অ্যালবাম ‘চিঠি’তে ‘বলো ভালোবাসি’ ও ‘হ্যাপি ভ্যালেন্টাইন’ অ্যালবামে ‘ষোলো বছর’ গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন দোলন।
২০০২ সালে উইনিং ব্যান্ডে যোগ দেন দোলন। কিন্তু এর পরের বছর কানাডায় পাড়ি জমান। সেখানে কয়েক বছর কনসার্টে ব্যস্ত সময় কাটালেও ২০০৫ সালের পর থেকে সেভাবে আর তাঁকে সংগীতে পাওয়া যায়নি।