এবার সবাই জানবে, ঝিলিক নাচেনও

ঝিলিক। ছবি: শিল্পীর সৌজন্যে

হঠাৎ একটি ফোন। সব শুনে খুশিতে কী বলবেন বুঝতে পারছিলেন না সংগীতশিল্পী ঝিলিক। কারণ, তাঁর জন্য এটা ছিল বিশেষ একটি চমক। দীর্ঘ ক্যারিয়ারে যা কখনোই ভাবেননি, সেটাই হতে যাচ্ছে। এবারই প্রথম নিজের নামে গান করলেন তিনি। গানের শিরোনাম ‘ঝিলিক’। গানটি প্রকাশ পেয়েছে। গানটি নিয়ে খুবই উচ্ছ্বসিত সংগীতশিল্পী।

জামাল হোসেনের লেখা গানটির সুর করেছেন মুহাম্মদ মিলন। সংগীতায়োজন করেছেন সজীব দাস। ঝিলিকের সঙ্গে গানের একটা অংশে মিলনের কণ্ঠও পাওয়া যাবে। গানটিতে মডেলিংও করেছেন ঝিলিক, সঙ্গে আছেন সিয়াম মৃধা। ঝিলিক বলেন, ‘অনেকেই মনে করতে পারেন, পরিকল্পনা করে আমার নামে গান করেছি। তা নয়। গানটির কথা শুনেই ভালো লেগে যায়, খুশি হয়ে যাই। অনেক রোমান্টিক, বিষয়ভিত্তিক, বিরহের গান করেছি, কিন্তু এই গানের কথা এটাই বলব, গানটি শুনে ভক্তরা যেমন খুশি হবেন, তেমনি আমি নিজেও খুশি।’

ঝিলিক। ছবি: শিল্পীর সৌজন্যে

শৈশব থেকেই নাচতে ভীষণ পছন্দ করেন ঝিলিক। কিন্তু পর্দায় নাচতে দেখা যায়নি। কে কী বলেন, এই ভেবে নাচেননি। কিন্তু এবার যেহেতু নিজেই নিজের মডেল, তাই আর দ্বিধা করেননি। হেসে ঝিলিক বলেন, ‘মিউজিক ভিডিওতে একটা চমক আছে। আমার কাছের লোকেরাই শুধু জানত, আমি নাচতে পারি। এবার সবাই জানবে, আমি গাই, আবার নাচিও। এবার আমি অল্প একটু নেচেছি।’

ঝিলিক। ছবি: শিল্পীর সৌজন্যে

এই সময় তিনি গানের সঙ্গে মিউজিক ভিডিওর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এখন কিন্তু মানুষ শুধু গান শুনতে চায় না, দেখতেও চায়। যুগের সঙ্গে এখন পরিবর্তন হচ্ছেন শ্রোতারা। সেখানে একটি গানের উপস্থাপনায় যত বেশি ভ্যারিয়েশন আনা যায়, তত বেশি দর্শক গানগুলো পছন্দ করেন। গত মাসে ইমরানের সঙ্গে আমার অ্যালবামের একটি গান দীর্ঘ সময় পর মিউজিক ভিডিও আকারে ভক্তদের কাছে আসায় দর্শকেরা আলাদাভাবে গানটি পছন্দ করেছেন।’

ঝিলিক ও ইমরান গত বছর ‘জেনে যাও তুমি’ শিরোনামে একটা গান প্রকাশ করেন। ছবি: ফেসবুক

গত বছরের শেষে ‘জেনে যাও তুমি’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন ঝিলিক। তাঁর সঙ্গে ছিলেন গায়ক ইমরান। চেয়েছিলেন বিরতি দিয়ে পরের গান মুক্তি দিতে। তা হলো না। নিজের নামে গান বলে প্রযোজনা প্রতিষ্ঠানকে আর কিছু বলতে পারেননি। আপাতত গান মুক্তি দেওয়া থেকে কিছুটা বিরতি দিতে চান সংগীতশিল্পী।

তিনি বলেন, ‘ডিসেম্বরে বেশ কিছু কনসার্ট করেছি। মাঝে রাজনৈতিক পরিস্থিতির জন্য বিরতিতে ছিলাম। নতুন গান রেকর্ডিং করলেও সেগুলো সময় নিয়ে মুক্তি দিতে চাই।’ এর মাঝে অংশ নেবেন কনসার্টে। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ইউটিউব চ্যানেল রঙ্গন মিউজিকে ঝিলিক গানটি প্রকাশ পেয়েছে।