ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার পরিদর্শনে গ্যেটে ইনস্টিটিউটের পরিচালক
গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ওডিশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারটি পরিদর্শনে আসেন জার্মানির সাংস্কৃতিক প্রতিষ্ঠান গ্যেটে ইনস্টিটিউট ঢাকার পরিচালক ফ্রাঙ্ক ওয়ার্নার ও তাঁর স্ত্রী ওটে ওয়ার্নার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের সভাপতি অধ্যাপক অনুপম সেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁরা দীর্ঘ সময় বাংলাদেশে ওডিশি নৃত্যের প্রচার ও প্রসারে ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের দুই শতাধিক শিশু উদ্বোধনী নৃত্যে অংশ নেয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির সহযোগী ও সহকারী শিক্ষিকারা ওডিশি নৃত্য পরিবেশন করেন।
শিল্পীদের ওডিশি নৃত্য অতিথিদের নজর কাড়ে। ফ্রাঙ্ক ওয়ার্নার বলেন, ‘ওডিশির শিক্ষা কার্যক্রম ও শিক্ষণ-পদ্ধতি আমাকে মুগ্ধ করেছে। আমার বাংলাদেশের বিভিন্ন লোকনৃত্য দেখার সুযোগ হয়েছে, এই প্রথম উচ্চাঙ্গ নৃত্য (ওডিশি) দেখে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তা আমাকে আবেগে আপ্লুত করেছে। এই সফরের কারণে ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির সংস্কৃতির কর্মসূচি আরও জোরদার হবে বলে প্রত্যাশা করি।’
অনুপম সেন প্রতিষ্ঠানের দীর্ঘ ২৫ বছরের কার্যক্রম তুলে ধরেন এবং অতিথিদের কৃতজ্ঞতা জানান। তিনি আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নৃত্যানুষ্ঠানের জন্য অতিথিদের আমন্ত্রণ জানান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভ্র বড়ুয়া ও অর্জিতা সেন চৌধুরী।