আসলে কী হয়েছিল এনজেল নূরের

এনজেল নূরইনস্টাগ্রাম থেকে

বুধবার রাতে হঠাৎ খবর ছড়ায়, তরুণ সংগীতশিল্পী এনজেল নূর অসুস্থ। কেউ কেউ বলছেন মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এ শিল্পী। বৃহস্পতিবার বিকেলে জানা গেল, চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে।

আসলে কী হয়েছিল এনজেল নূরের?—আজ সন্ধ্যায় তিনি প্রথম আলোকে জানান, অসুস্থ হওয়ার খবরটি সঠিক। ১৬ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। এর পর থেকে কথা বলতে জটিলতা তৈরি হয়।  

এনজেল নূর
শিল্পীর সৌজন্যে

পরিচিত এক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন এনজেল। তিনি বলেন, ‘আমি ভালো আছি। বাসায় আছি। এখন কথাবার্তা বলতে পারছি।’ বছরখানেক আগেও একবার মাইল্ড স্ট্রোক করেছিলেন তিনি।

এনজেল নূরের গাওয়া প্রথম একক গান ‘যদি আবার’ শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছিল। গানটি ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং এক্স হ্যান্ডলে শেয়ার করেছিলেন। আসছে ঈদে ‘তিল’ শিরোনামে নতুন গান প্রকাশ করবেন এই সংগীতশিল্পী।

আরও পড়ুন

গানের পাশাপাশি অভিনয়ও করেন এনজেল নূর। ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমায় অভিনয় করেছেন। আরও চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে একটি তামিল, একটি কলকাতার এবং দুটি ঢাকার সিনেমায় শুটিং শুরু করবেন।

তাঁর পুরো নাম জুলফিকার নূরী এনজেল। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়েছেন। বছর দুয়েক আগে স্নাতক শেষ করেছেন।