গায়িকা ও অভিনেতার প্রেম, ভক্তদের আফসোস
কোরীয় গণমাধ্যমে তাঁদের ডেটিংয়ের খবরও প্রকাশ পেয়েছিল। লেখা হয়েছিল, গায়িকার বাসায় তাঁরা দেখা করেছেন। সেই ডেটিংয়ের খবর ভাইরাল হয়ে যায়। তবে প্রেম নাকি গুজব, এ নিয়ে কেউই মুখ খোলেননি। অবশেষ সেই গুঞ্জনই এবার সত্যি হলো। প্রেম যেন জমে উঠেছে কোরীয় অভিনেতা আন বো হিয়ান ও ব্ল্যাক পিঙ্কের গায়িকা জিসুর। বৃহস্পতিবার তাঁরা স্বীকার করেন, প্রেম করছেন। তাঁদের এজেন্সি থেকে নিশ্চিত করা হয়েছে প্রেমের সত্যতা। প্রিয় তারকার এই প্রেম নিয়ে যেন ভক্তদের আফসোসের শেষ নেই।
এর আগে গায়িকা জিসুর এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট কাজে খবর প্রকাশ করতেন। কবে গান নিয়ে কোন ট্যুর হবে, কবে কোথায় গান করবেন। নতুন গানের খবর জানিয়ে দিতেন। কিন্তু এবার তাঁরা নিশ্চিত করলেন, ব্ল্যাক পিঙ্কের গায়িকা প্রেমে মজেছেন। তাঁরা গণমাধ্যমে জানিয়েছেন, এই দুই মেধাবী তারকা প্রেম করছেন। তবে কবে থেকে তাঁদের বোঝাপড়া শুরু, সেটা নিয়ে মুখ খোলেননি।
এই দুই তারকার প্রেমের খবর নিশ্চিত হওয়ার পর থেকে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন। কেউ কেউ মনও খারাপ করেছেন। কারণ, এই অভিনেতা ও গায়িকা যে প্রেম করছেন, সেটা প্রকাশ্যে ঘোষণার আগে কোনোভাবেই ধারণা করতে পারেননি। কেন পারেননি, এটাই যেন আফসোস।
কোরীয় অভিনেতা, মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব আন বো হিয়ান বক্সিংয়ে দক্ষ হলেও ইচ্ছা ছিল মডেল হওয়ার। ১৮ বছর বয়সেই মডেলিংয়ে নাম লেখান। ২০১৪ সাল থেকে তিনি অভিনয় শুরু করেছেন। ‘ডিসেনডেস্ট অব দ্য সান’, ‘হার প্রাইভেট লাইফ’, ‘মাই নেম’ সর্বশেষ মুক্তি পাওয়া ‘সি ইউ ইন মাই নাইনটিন্থ লাইফ’সহ বেশ কিছু কাজে প্রশংসা কুড়িয়েছেন।
ব্ল্যাক পিঙ্কের গায়িকা জিসু অভিনয়ও করেছেন। গান নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা থাকলেও ক্যারিয়ারে প্রথম নাম লেখান ‘দ্য প্রডিউসারস’ সিরিজে। এখানে একটি ক্যামিও চরিত্রে তাঁকে দেখা গেছে। পরের বছর ২০১৬ সালে তাঁর গানের ক্যারিয়ার শুরু হয়। এ বছর মার্চে তাঁর প্রথম একক অ্যালবাম ‘মি’ মুক্তি পায়। মাত্র দুই দিনের কম সময়ে এটি এক মিলিয়নের বেশি বিক্রি হয়। বেস্ট সেলিং অ্যালবামের তালিকায় জায়গা করে নেয়। তিনি কোরীয় প্রথম কোনো গায়িকা, যাঁর অ্যালবাম বিক্রিতে রেকর্ড হয়েছে। সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস ও সিএনএন