কলকাতায় ঢাকার তিন ব্যান্ড

তিন ব্যান্ড মেঘদল, আফটারম্যাথ ও এ কে রাহুলছবি: কোলাজ

কলকাতার মৈত্রী কনসার্টে গাইবে ঢাকার তিন ব্যান্ড মেঘদল, আফটারম্যাথ ও এ কে রাহুল। ২২ ও ২৩ জুলাই কলকাতার রবীন্দ্রভবনে বসছে এ কনসার্টের পঞ্চম আসর। ২০১৯ সাল থেকে ঢাকা ও কলকাতার রক ব্যান্ড নিয়ে এ কনসার্টের আয়োজন করছে জেন নেক্সট।

দ্বিতীয় দিনের হেডলাইন ব্যান্ড মেঘদল
ছবি: ফেসবুক

আয়োজক বিপাশ সরকার আজ বুধবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে জানান, দু‌ই দিনে ঢাকা ও কলকাতার ১৪টি ব্যান্ড গান পরিবেশন করবে। এর মধ্যে প্রথম দিনের হেডলাইন ব্যান্ড আফটারম্যাথ; এদিন এ কে রাহুলও গাইবে। দ্বিতীয় দিনের হেডলাইন ব্যান্ড মেঘদল।

প্রথম দিনের হেডলাইন ব্যান্ড আফটারম্যাথ
ছবি: ফেসবুক

ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। বিক্রিতে ভালো সাড়া পাওয়ার কথা জানালেন বিপাশ। কনসার্টের দিন আরও টিকিট বিক্রির আশা করছেন তিনি।
২০১৯ সাল থেকে প্রতিবছর ঢাকা ও কলকাতার রক ব্যান্ড নিয়ে ‘মৈত্রী কনসার্ট’-এর আয়োজন করছে জেন নেক্সট। এর আগে আর্টসেল, অ্যাভয়েড রাফা, পাওয়ার সার্জ, মেকানিক্সের পরিবেশনা উপভোগ করেন কলকাতার দর্শকেরা।

এ কে রাহুল গাইবে প্রথম দিন
ছবি: ফেসবুক

গত বছরের কনসার্টে আফটারম্যাথের অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে তা হয়নি। এই বছর ব্যান্ডটির সঙ্গে মেঘদল ও এ কে রাহুল যুক্ত হয়েছে। মেঘদলের ‘এ হাওয়া’ গানটি কলকাতায় আলোচিত হয়েছে। ব্যান্ড অঙ্গনে আফটারম্যাথ ও এ কে রাহুলের পরিচিতি রয়েছে।
এই কনসার্টে ঢাকার ব্যান্ডের পাশাপাশি কলকাতার ব্যান্ডের মধ্যে হেডলাইন ব্যান্ড হিসেবে থাকছে ‘কালপুরুষ’, ‘মিসিং লিঙ্ক’, ‘ব্লাড’।

আরও পড়ুন