ভিউয়ে সেরা ১০ গান

চলতি বছর ইউটিউবের গ্লোবাল ট্রেন্ডিংয়ের সেরা দশে ছিল বাংলা গান। সিনেমা, অডিও ছাড়াও আলোচনায় ছিল নাটকের গান। একনজরে দেখে নেওয়া যাক ভিউর বিচারের সেরা ১০ বাংলা গান। তালিকা তৈরি সময় ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ভিউ বিবেচনায় নেওয়া হয়েছে।

ভিউর বিচারের সেরা ১০ বাংলা গান। কোলাজ

‘দুষ্টু কোকিল’
বাণিজ্যের বিচারে নিশ্চিতভাবেই বছরের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা শাকিব খানের ‘তুফান’। সিনেমাটির সাফল্যের পাশাপাশি এর গানও ছিল শ্রোতাদের মুখে মুখে। চলতি বছরে ইউটিউবে সবচেয়ে বেশি ২৪ কোটি ৫৫ লাখ বার দেখা হয়েছে গানটি। আকাশ সেনের লেখা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও আকাশ সেন।

দুষ্টু কোকিল’ গানের দৃশ্যে শাকিব ও মিমি। ছবি: ইউটিউব থেকে

‘লাগে উরাধুরা’
রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার আরেক জনপ্রিয় গান ‘লাগে উরাধুরা’। পার্টি মুডের এ আইটেম গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিনের লেখা গানটি ইউটিউবে দেখা হয়েছে ২২ কোটি ৫৩ লাখ বারের বেশি।

‘মা লো মা’
চলতি বছর তিনটি গান প্রকাশ করে কোক স্টুডিও বাংলা। ভিউর বিচারে তৃতীয় স্থানে আছে প্ল্যাটফর্মটির গান ‘মা লো মা’। সুরকার ও সংগীতশিল্পী প্রীতম হাসানের সংগীত পরিচালনায় গানটি নিয়ে হয়েছে বেশ বিতর্ক। প্ল্যাটফর্মটি এ গানের গীতিকার হিসেবে খালেক দেওয়ানের নাম উল্লেখ করলেও দাবি করা হয় গানটি লিখেছেন নেত্রকোনার সাধক রশিদ উদ্দিন।

‘মা লো মা’ গানের পোস্টার। সংগৃহীত

প্রযোজনা প্রতিষ্ঠান তখন বিবৃতিতে জানায়, গানটির অন্য সংস্করণটি সাধক রশিদ উদ্দিনের লেখা। ‘মা লো মা’ গেয়েছেন খালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ান ও সাগর দেওয়ান। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন র‍্যাপার আলী হাসান। ৩ মে প্রকাশ পাওয়া গানটি ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে ৬ কোটি ৫২ লাখ বার।

‘খাঁটি গরুর দুধ’
ভিউর বিচারে চলতি বছর তালিকার চতুর্থ স্থানে আছে সিদ্দিকুর রহমানের লেখা গান ‘খাঁটি গরুর দুধ’। গানটি কণ্ঠ দিয়েছেন রাসেল বাবু ও আফরুজ জাহান আশা। এখন পর্যন্ত ইউটিউবে গানটি দেখা হয়েছে ৫ কোটি ৩৬ লাখ বারের বেশি।

‘রঙে রঙে রঙিন হব’
ইত্যাদি মানেই ব্যতিক্রম আর নতুনত্ব। মূলত চমক আর নতুনত্বে ভরপুর থাকে অনুষ্ঠানটি। সেভাবেই সাজানো হয় অনুষ্ঠানের প্রতিটি সেগমেন্ট। পবিত্র ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম ঘটেনি।

‘রঙে রঙে রঙিন হব’ গানটি প্রথমবার একসঙ্গে গেয়েছেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ
ছবি: ফেসবুক

বিনোদনজগতের দুই ভুবনের তারকাদের নিয়ে একটি গান পরিবেশন করে ইত্যাদি। ‘রঙে রঙে রঙিন হব’ গানটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটির মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিণেরও। গানটি লিখেছেন কবির বকুল। বছরের সেরা ১০ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে গানটি। ইউটিউবে গানটি দেখা হয়েছে ৪ কোটি ৪৩ লাখ বারের বেশি।

‘রাজকুমার’
শাকিব খানকে নিয়ে ‘রাজকুমার’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা হিমেল আশরাফ। সিনেমার টাইটেল টাইটেল গান ‘রাজকুমার’ জায়গা নিয়েছে চলতি বছরের ভিউর বিচারে সেরা দশে।

‘রাজকুমার’ সিনেমার পোস্টার। ফেসবুক থেকে

আসিফ ইকবালের কথায় গানটির সংগীত আয়োজন করেছেন আকাশ সেন। তালিকার ষষ্ঠ স্থানে থাকা এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম ও কোনাল। গানটি দেখা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ বারের বেশি।

‘তাঁতী’
কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রথম গান ‘তাঁতী’। ১৩ এপ্রিল প্রকাশ পাওয়া গানটি পরিবেশন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনি, যিনি ‘ওলি বয়’ নামে পরিচিত। শতরূপা ঠাকুরতা রায়, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনির লেখা এই গান প্রযোজনা করেছেন তৃতীয় সিজনের মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব। সেরা দশের তালিকার ৭ম স্থানে থাকা গানটি দেখা হয়েছে ২ কোটি ২১ লাখ বারের বেশি।

‘মাতাল’
‘মাতাল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সৈয়দ অমি। সালাহউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই এবং গানটির সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গানটি প্রকাশ পায় ১১ জানুয়ারি। তালিকার অষ্টম স্থানে থাকা গানটি ইউটিউবে দেখা হয়েছে ২ কোটি ১৩ লাখ বারের বেশি।

‘মাতাল’ গানের ভিডিও দৃশ্য। শিল্পীর সৌজন্যে

‘মায়া কারে বলে’
তানজিল মিসবাহর লেখায় ‘মায়া কারে বলে’ শিরোনামের গানটি প্রকাশ পায় চলতি বছরের ২৮ জুন। এখন পর্যন্ত গানটি দেখা হয়েছে ১ কোটি ৬৪ লাখ। সেরা দশের তালিকায় গানটির অবস্থান নবম।

‘বেসামাল’
কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমার আইটেম গান ‘বেসামাল’। গানটিতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা পূজা চেরি।

‘বেসামাল’ গানে পূজা। ভিডিও থেকে

এর কথা লিখেছেন কবির বকুল আর সুর ও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।

আরও পড়ুন

গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য। সেরা দশের তালিকায় দশম স্থানে থাকা গানটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ ১ কোটি ৫৬ লাখ।