চলে গেলেন গিটারিস্ট গ্যারি রসিনটন

গ্যারি রসিনটনছবি: এপি/ইউএনবি

যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড ‘লিনার্ড স্কিনার্ড’র গিটারিস্ট, গীতিকার গ্যারি রসিনটন মারা গেছেন। রসিনটনের বয়স হয়েছিল ৭১ বছর। খবর সিএনএনের।

ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রসিনটনই ব্যান্ডে স্মৃতি আঁকড়ে বেঁচে ছিলেন, বাকি দুই সদস্য কয়েক বছর আগে মারা গেছেন। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে জানা গেছেন, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন তিনি, ২০২১ সালে অস্ত্রোপচারও করা হয়েছিল।

আগামী ২১ জুলাই একটি ট্যুরের পরিকল্পনা করেছিল লিনার্ড স্কিনার্ড; তার ৫ মাস আগেই চলে গেলেন রসিনটন। এর আগে ১৯৭৭ সালে বিমান দুর্ঘটনার কবলে পড়েছিলেন রসিনটন। সেবার তিনি বেঁচে ফিরলেও ব্যান্ডের দুই সদ্য জান্ট ও স্টিভ জেইনস মারা গেছেন।

২০০৬ সালে রক অ্যান্ড রোল হল অব ফ্রেমে জায়গা করে নিয়েছিল লিনার্ড স্কিনার্ড। ‘সুইট হোম অ্যালবামা’, ‘ফ্রি বার্ড’সহ বেশ কয়েকটি আলোচিত গান উপহার দিয়েছে ব্যান্ডটি।
১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তিন কিশোরের গাম ধরে গঠিত হয় ব্যান্ডটি।

আরও পড়ুন