বিটিএসকে পেছনে ফেলে রেকর্ড গড়েছেন যে গায়িকা

মাইলি সাইরাস
রয়টার্স

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসকে পেছনে ফেলে এবার অন্য রকম রেকর্ড গড়লেন জনপ্রিয় গায়িকা মাইলি সাইরাস। ১৩ জানুয়ারি শুক্রবার মাইলির নতুন গান ‘ফ্লাওয়ারস’ মুক্তি পেয়েছে। মুক্তির শুরু থেকে গানটি প্রশংসিত হয়। এর মধ্যে মাত্র ৭ দিনে গানটি ‘স্পটিফাই’তে স্ট্রিমিংয়ের রেকর্ড গড়েছে। রেকর্ডটি আগে ছিল বিটিএসের দখলে। এই তথ্য গণমাধ্যমে জানিয়েছে সুইডিশভিত্তিক জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই।

মাইলি সাইরাস
ছবি: ইনস্টাগ্রাম

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্রিমিং সাইটটি বলে, ‘এই প্রথম কোনো গান এত কম সময়ে ১০০ মিলিয়ন স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ল। এটা আমাদের স্ট্রিমিংয়ের জন্য দারুণ খবর। সাইরাসের জন্য গানটি ছিল নতুন বছরে ভক্তদের উপহার। গানটি মুক্তির পর থেকে সাড়া ফেলেছিল। সাত দিনের মাথায় গানটি আমাদের দারুণ এক সুখবর দিল। কারণ,  বিটিএসের রেকর্ড ভাঙা আমাদের কাছে অবিশ্বাস্য ঘটনা। “ফ্লাওয়ারস” স্পটিফাইয়ে একটি ইতিহাস তৈরি করল।’

বাটার’–এর কনসেপ্ট ফটোশুটে বিটিএস সদস্যরা
টুইটার

স্পটিফাইতে এর আগের রেকর্ডটি ছিল বিটিএসের দখলে। কোরীয় ব্যান্ডটির গান ‘বাটার’ বিশ্বব্যাপী দর্শকদের প্রশংসা পেয়েছিল। গানটি সেই সময় স্পটিফাইয়ে প্রথম সপ্তাহে ৯৯.৩৭ মিলিয়ন বার শোনা হয়েছিল। ১০০ মিলিয়ন স্ট্রিমিংয়ের রেকর্ড গড়তে গানটির আট দিন লেগে যায়। ‘বাটার’ মুক্তি পায় ২০২১ সালে। সেই সময় বিটিএসের এই গানটি বিলবোর্ডের শীর্ষ তালিকায় ছিল দীর্ঘদিন। গানটি এখন পর্যন্ত এক ঘণ্টায় সর্বাধিকবার দেখা তালিকায় রয়েছে।

‘ফ্লাওয়ারস’ গানের ভিডিওতে মাইলি
ছবি : সংগৃহীত

‘ফ্লাওয়ারস’ গানটিকে মুক্তির পর থেকে আরেকটি গান ‘কিল বিল’–এর সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে। ‘কিল বিল’ গানটি স্পটিফাইয়ের শীর্ষ ৫০ গানের ৩ নম্বরে রয়েছে। ১ নম্বরে থাকা সাইরাসের গানটি ইউটিউবেও দেখা হয়েছে ৭০ মিলিয়ন বার। মাইলি ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইটারে লিখেছেন, ‘ধন্যবাদ বিস্ময়কর ভক্তরা।’
মাইলির এমন রেকর্ডে স্পটিফাই মজা করে টুইটার পোস্টে লিখেছে, ‘সে তার নিজের ফুলগুলো কিনতে পারে।’ ‘ফ্লাওয়ারস’ বা ফুল শিরোনামের গানের কথাই মজা করে লিখেছে তারা।